ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের হস্তক্ষেপে মামলা প্রত্যাহার হওয়া টাঙ্গাইলবাসী খুশি! সভাপতি/সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চুড়ান্ত নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে স্বেচ্ছাসেবকদলের নেতা বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: কোটি টাকা মূল্যের মাছ নিধন

মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি (গাজীপুর)
  • আপডেট টাইম : ১২:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • / ১২০ ৫০০০.০ বার পাঠক

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের মদনখালী এলাকায় শত্রুতার জেরে একটি মাছের খামারে হামলা চালিয়ে পানিতে বিষ প্রয়োগ করে অন্তত এক কোটি টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে।

বুধবার (১৯ জুন) সকালে কালিয়াকৈর উপজেলাধীন বোয়ালী ইউনিয়নের মদনখালি এলাকায় নদীয়ার বিল মৎস্য খামারে সরেজমিনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ঐ মৎস্য খামারের মালিক নুরুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ জানান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, মঙ্গলবার (১৮ জুন) বিকেলে বোয়ালী ইউনিয়নের মদনখালী এলাকায় সাবেক ইউপি সদস্য বাদলের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন মিলে ঐ পুকুরে হামলা চালিয়ে পুকুরের গুদামঘর ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এক পর্যায়ে পুকুরে বিষ প্রয়োগ করে।

পুকুরের মালিক নুরুল ইসলামের দেয়া অভিযোগ ও এলাকাবাসীর ভাষ্যে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার বোয়ালী ইউনিয়নের কুন্দাঘাটা, মদনখালী এলাকার সাবেক ইউপি সদস্য বাদল হোসেন, তার সহযোগী একই এলাকার কুব্বত আলী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান হোসেনসহ একটি সন্ত্রাসী বাহিনী মঙ্গলবার বিকেলে ঐ পুকুরের গুদামঘর ভাঙচুর করে এবং এক পর্যায়ে ৮২ বিঘা আয়তনের ঐ পুকুরে বিভিন্ন অংশে বিষ প্রয়োগ করে।
এ সময় এলাকার লোকজন জিজ্ঞাসা করলে সন্ত্রাসীরা কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদের নাম ভাঙিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে ওই পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। এমন পরিস্থিতিতে পুকুরের মালিক নুরুল ইসলাম দিশেহারা হয়ে পড়েছে। জানা গেছে, বিনিয়োগ করা টাকা বেশিরভাগই বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নেয়া।
ঐ গ্রামের বর্তমান মেম্বার শরীফ আল মামুন বলেন, পুকুরটি নিয়ে পুরাতন একটি জটলা ছিল। বিষয়টি সমাধানের জন্য আমরা একটি তারিখ দিয়েছিলাম, কিন্তু অভিযুক্ত বাদল তা প্রত্যাখ্যান করে এমন অমানবিক কাজ করেছে। অবশ্যই এ ঘটনার সাথে জড়িতদের যথাযথ বিচার হওয়া দরকার।
এদিকে বিষয়টি জানতে পেরে কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, কে বা কারা আমার নাম ভাঙিয়ে এ কাজটি করেছে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বলা হয়েছে। তারা অত্যন্ত নির্মম একটি ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ঐ পুকুর নিয়ে দুই পক্ষের মধ্যে সমস্যা ছিল। সেটা আমরা সমাধানের ব্যবস্থা করেছিলাম, কিন্তু প্রতিপক্ষ তা না মেনে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এটি চরম অন্যায় হয়েছে। এ ঘটনায় তাদের আইনের আওতায় আনা উচিৎ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: কোটি টাকা মূল্যের মাছ নিধন

আপডেট টাইম : ১২:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের মদনখালী এলাকায় শত্রুতার জেরে একটি মাছের খামারে হামলা চালিয়ে পানিতে বিষ প্রয়োগ করে অন্তত এক কোটি টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে।

বুধবার (১৯ জুন) সকালে কালিয়াকৈর উপজেলাধীন বোয়ালী ইউনিয়নের মদনখালি এলাকায় নদীয়ার বিল মৎস্য খামারে সরেজমিনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ঐ মৎস্য খামারের মালিক নুরুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ জানান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, মঙ্গলবার (১৮ জুন) বিকেলে বোয়ালী ইউনিয়নের মদনখালী এলাকায় সাবেক ইউপি সদস্য বাদলের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন মিলে ঐ পুকুরে হামলা চালিয়ে পুকুরের গুদামঘর ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এক পর্যায়ে পুকুরে বিষ প্রয়োগ করে।

পুকুরের মালিক নুরুল ইসলামের দেয়া অভিযোগ ও এলাকাবাসীর ভাষ্যে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার বোয়ালী ইউনিয়নের কুন্দাঘাটা, মদনখালী এলাকার সাবেক ইউপি সদস্য বাদল হোসেন, তার সহযোগী একই এলাকার কুব্বত আলী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান হোসেনসহ একটি সন্ত্রাসী বাহিনী মঙ্গলবার বিকেলে ঐ পুকুরের গুদামঘর ভাঙচুর করে এবং এক পর্যায়ে ৮২ বিঘা আয়তনের ঐ পুকুরে বিভিন্ন অংশে বিষ প্রয়োগ করে।
এ সময় এলাকার লোকজন জিজ্ঞাসা করলে সন্ত্রাসীরা কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদের নাম ভাঙিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে ওই পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। এমন পরিস্থিতিতে পুকুরের মালিক নুরুল ইসলাম দিশেহারা হয়ে পড়েছে। জানা গেছে, বিনিয়োগ করা টাকা বেশিরভাগই বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নেয়া।
ঐ গ্রামের বর্তমান মেম্বার শরীফ আল মামুন বলেন, পুকুরটি নিয়ে পুরাতন একটি জটলা ছিল। বিষয়টি সমাধানের জন্য আমরা একটি তারিখ দিয়েছিলাম, কিন্তু অভিযুক্ত বাদল তা প্রত্যাখ্যান করে এমন অমানবিক কাজ করেছে। অবশ্যই এ ঘটনার সাথে জড়িতদের যথাযথ বিচার হওয়া দরকার।
এদিকে বিষয়টি জানতে পেরে কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, কে বা কারা আমার নাম ভাঙিয়ে এ কাজটি করেছে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বলা হয়েছে। তারা অত্যন্ত নির্মম একটি ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ঐ পুকুর নিয়ে দুই পক্ষের মধ্যে সমস্যা ছিল। সেটা আমরা সমাধানের ব্যবস্থা করেছিলাম, কিন্তু প্রতিপক্ষ তা না মেনে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এটি চরম অন্যায় হয়েছে। এ ঘটনায় তাদের আইনের আওতায় আনা উচিৎ।