পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকা সহ ০৪ জন গ্রেফতার
- আপডেট টাইম : ০৫:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ৯১ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৮ মার্চ ২০২৪ খ্রিঃ বুধবার রাত্র ১১.২৫ মিনিটে পাকুন্দিয়া থানাধীন জাঙ্গালিয়া ইউনিয়ন কাজীহাটি সাকিনস্থ জনৈক হযরত আলীর তালতলা পরিত্যক্ত জমির ভিতরে এসআই/মোঃ আবু সাদেক, এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে ০৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে যথাক্রমে ১। মোখলেছ(৩৭), পিতা- আবুল হাসেম, সাং- কাজীহাটি, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ, ২। নয়ন(৫২), পিতা- নৃপেন্দ্র, সাং- কাজীহাটি, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ, ৩। সজীব মিয়া(৪০), পিতা- মৃত সাইফুল ইসলাম, সাং- কাজীহাটি, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ, ৪। ফারুক মিয়া(৪২), পিতা- মৃত হরমুজ আলী,সাং- চরকাওনা নয়াপাড়া, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জদেরকে জুয়ার খেলার সরঞ্জামাদি, নগদ টাকা সহ গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা- ১) পাকুন্দিয়া থানার ননএফআইআর প্রসিকিউশন নং-২০/২৪, তারিখ- ২৯ মার্চ, ২০২৪, ধারা- ১৮৬৭ সনের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪। ঘটনটি সত্যতা নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম)।