ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ইবি ছাত্রদলের আনন্দ মিছিল
- আপডেট টাইম : ০২:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ২১৪ ৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আন্দ মিছিল করে।
শনিবার (০২ মার্চ) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ, সালাউদ্দিন রানা, সদস্য রাফিজ আহমেদ নুর উদ্দিন, জনি, তৌহিদ, অংকন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় দলটি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।