নরসিংদী জেলা পুলিশের অভিযানে ২০০০ পিস ট্যাপেন্টডল ও ২৭২ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ৫ জন।
- আপডেট টাইম : ০৬:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭১ ৫০০০.০ বার পাঠক
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক দুপুর ১৩. ০৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন রেল ষ্টেশন রোড সংলগ্ন ব্রার্দাস মার্কেটের এলাকা থেকে ২০০০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মোঃ আতাহার আলী (৩৫) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।গোয়েন্দা শাখা কর্তৃক নরসিংদী মডেল থানাধীন সাটিরপাড়া এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম সানি (২৬), মোঃ মাছুম মিয়া (৩২) নামের ০২ জনকে গ্রেফতার করা হয়।গোয়েন্দা শাখা কর্তৃক দুপুরে নরসিংদী মডেল থানাধীন বীরপুর এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ খলিল (২৭) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়। এবং রায়পুরা থানা কর্তৃক সকাল ১০.৩০ ঘটিকায় রায়পুরা থানাধীন আদিয়াবাদ এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমজাদ হোসেন (৪৬) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।এছাড়া মাধবদী থানা কর্তৃক একটি অভিযানে পরোয়ানা মূলে সিআর সাজা-১ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয় ।উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ২৬ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।