বাংলাদেশ – এঁর – মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমার লক্ষ্য, বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- আপডেট টাইম : ০৪:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১০৩ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে জানা যায় – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। তাঁর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়া’র লক্ষ্যে’য় কাজ করে যাচ্ছি আমরা। বাংলাদেশ – এঁর – মানুষের ভাগ্য পরিবর্তন করা আমার লক্ষ্য। যে দেশের স্বপ্ন – বাংলাদেশ – এঁর -জাতী’র পিতা দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। একমাত্র আওয়ামী লীগ সরকার দেশ – এঁর – ও মানুষ – এঁর –
উন্নয়নে কাজ করে, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন – অর্থনৈতিক উন্নয়ন – এঁর – ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদা পেয়েছে, দারিদ্র্যের হার কমেছে। আমাদের লক্ষ্য হচ্ছে – বাংলাদেশে একটি মানুষও দারিদ্রের মধ্যে থাকবেনা। কোনো মানুষ ভূমিহীন থাকবে না। আমাদের সরকার সেই লক্ষ্যে’য় কাজ করে যাচ্ছে। তবে বিএনপি – জামায়াত চক্র সরকারকে ব্যর্থ করতে মাঠে নেমেছে। ওরা চায় না, দেশ উন্নত হোক। এজন্য আন্দোলন – এঁর – নামে হরতাল – অবরোধ দিয়ে পুলিশ – এঁর – উপর হামলা, মানুষের উপর নির্যাতন ও যানবাহনে অগ্নিসংযোগ করছে তারা।
সোমবার (১৩ ই নভেম্বর – ২০২৩ ইং) তারিখ বিকাল – সোয়া ৪’টায় – খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিতো জনসভা’য় উক্ত সব কথা বলেন – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার – এঁর -প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি – শেখ হাসিনা।