বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন ও মিছিল
- আপডেট টাইম : ০৮:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১১৩ ৫০০০.০ বার পাঠক
সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড, নারীর প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমণ, গণপরিবহনে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও সাধারণ মানুষের প্রতি হয়রানির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও মিছিল কর্মসূচি করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌর শহরের চৌরাস্তায় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে এসেছে শেষ হয়।
মানববন্ধনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালার সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষের উপর হয়রানির আমরা তীব্র প্রতিবাদ জানাই। তারা অবরোধের নামে পুলিশ, সাংবাদিকসহ আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা চালাচ্ছে যা আমরা আর বরদাস্ত করবনা। আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক হয়ে তাদের প্রতিহত করতে হবে। তাদের প্রতিহত করতে আমরা ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগ সবসময় মাঠে আছি।
উন্নয়ন নিয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে উন্নয়নের জোয়ারে ভাসছে সারাদেশ। এত উন্নয়ন আওয়ামী লীগ সরকার ছাড়া কেউ করতে পারে নি, করতে পারবেওনা। তাই এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে হবে বলে জানান বক্তারা।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী, থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওজিফা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি বেগমসহ অন্যান্যরা।