প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা

- আপডেট টাইম : ০৩:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ২২২ ১৫০.০০০ বার পাঠক
২৬ অক্টোবর ২০২৩ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে আনােয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকালে কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রার প্রথমে থাকা পিকআপ ভ্যানে নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলেইমান তালুকদারসহ কয়েক হাজার নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এই মোটরসাইকেল শোভাযাত্রা আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে বের হয়ে ক্রসিং, আনোয়ারা চৌমুহনী বাজার, কালাবিবিরদীঘি, কাফকো, সিইএফএলও, কেইপিজড জনসভাস্থলে গিয়ে শেষ হয়।