চুলার উপরে শুকাতে দেয়া খরি থেকে আগুন লেগে হোটেল মালিক ক্ষতিগ্রস্ত
- আপডেট টাইম : ০৬:৪৫:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে করতোয়া নদী পারা পার হওয়ার ব্রিজ সংলগ্ন দিপু মিষ্টান্ন ভান্ডারে রান্না করা চুলার উপরে খড়ি শুকাতে দিয়ে রাত্রি আনুমানিক ১১:৪০ মিনিটে দোকান বন্ধ করে তালা মেরে দোকান মালিক বাসায় চলে যায়, চুলায় শুকাতে দেয়া খড়ি থেকে রাত্রি আনুমানিক ১:৩০ মিনিটে ধোয়া সৃষ্টি হয়ে আগুন জ্বলে ওঠে বিষয়টি বাজারের পাহারাদার মোঃ নেসফার আলী (৫৫) প্রথমে দেখতে পেয়ে পাহারাদারের কাছে চেয়ারম্যানের মোবাইল নাম্বার থাকায় তিনি ২ নং বিনোদ নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতের মোবাইলে ফোন করে বিষয়টি জানান চেয়ারম্যান ফায়ার সার্ভিস অফিসে ফোন করেন এবং ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে চলে আসে ও আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে এরমধ্যে দোকান মালিকের নিকট কে বা কাহারা বিষয়টি জানান তিনি সঙ্গে সঙ্গে ছুটে চলে এসে দোকানের তালা খুলে দেন স্থানীয় এলাকাবাসী সহযোগিতা ও ফায়ার সার্ভিস কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহিদুল ইসলাম, কয়েকজন পুলিশ সদস্য, স্থানীয় ব্যবসায়িক গণ ও বিদ্যুৎ অফিসে কর্মচারী মোঃ আজাদ ।