নবাবগঞ্জে দোকানের বাঁকি ২০ টাকা পাওনাকে কেন্দ্র করে বিবাদে দোকানদার খুন

- আপডেট টাইম : ০২:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ২১৬ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পল্লীতে দোকানের বাঁকি ২০ টাকা চাওয়ায় খরিদদার নুরন্নবি, পিতা তমিজউদদীন দুই বাবা ছেলে সহ দোকানদার মোশারফ হোসেনকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে নিহত করেন।
স্থানীয় লোকজনের বক্তব্য অনুযায়ী জানাযায় উপজেলার নারায়নপুর গ্রামের মোশারফ হোসেনের মুদির দোকানে বেশকিছুদিন আগে নুরুন্নবী ২০ টাকা বাঁকি রেখে চলে যায়, আজ হটাৎ নুরুন্নবী দোকানে এসে আবারো বাঁকি চায়, দোকানদার মোশারফ আগের বাঁকি বিশটাকার কথা বললে নুরুন্নবী টাকা পাবেনা বলে অস্বীকার করে। তখন দুজনের মাঝে তর্কাতর্কি শুরু হয়, একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। দুজনের মাঝে মারামারি দেখে স্থানীয় লোকজন এসে মরারামারি ভেঙে দেয়। এর কিছু সময় পর নুরুন্নবী তার বাড়িতে সংবাদ দিলে তার বাবা তমিজ উদ্দিন লোহার রড ও লাঠি হাতে দৌড়ে আসে এবং নুরুন্নবী বাবাকে আসা দেখে আরও উত্যেজিত হয়, তখন নুরুন্নবী ও তার বাবা তমিজ উদ্দিন দুজনে নিহত মোশাররফের দোকানে প্রবেশ করে তাকে জোর করে টেনে হেচড়ে বাহিরে রাস্তার উপর নিয়ে এসে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মার ডাং শুরু করে মোশারফের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যুন্ত মামলার প্রস্তুতি চলছে।