গাজীপুরের কাশিমপুরে স্ত্রীকে তালাক দেয়ার জেরে সৎ ছেলেকে কুপিয়ে যখম করার অভিযোগ
- আপডেট টাইম : ০৯:০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬৩ ৫০০০.০ বার পাঠক
উঠেছে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে কাশিমপুর থানার পুলিশ তদন্ত করছে।
বুধবার(২৩ আগষ্ট)সকাল ০৭:৩০ ঘটিকার দিকে কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর এলাকার হারুনুর রশিদের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়,স্ত্রী আফরোজা বেগম ও সৎ ছেলে ওসমান উপর তালাকের বিষয়ে ক্ষিপ্ততার জেরে সকালে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত সৎ ছেলে ওসমান মিয়ার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে।তাৎক্ষণিক ভাবে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওসমান মিয়াকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এসময় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি জানান,ঘটনার বিষয়ে তাৎক্ষণিক ভাবে তদন্তের জন্য পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।সঠিক তদন্তের মাধ্যমে মামলা দায়ের করা হবে।।