রাণীশংকৈলের ইউনিয়ন ভূমি অফিস তালাবদ্ধ:ভোগান্তি

- আপডেট টাইম : ০৩:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৪৩ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের দুই উপ-সহকারী ভূমি কর্মকর্তা একসঙ্গে ছুটিতে থাকায় অফিসটি ছিল তালাবদ্ধ। অফিসের বারান্দার ইলেকট্রিক বাল্পটি সুইচ অন করানো রয়েছে।
এতে সাধারণ মানুষ সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন। গত বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিনে এ অবস্থা দেখা যায়।
জানা গেছে, ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে দু’জন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম অসুস্থতাজনিত কারণে ১৫ দিনের ছুটি নিয়েছেন। রেজাউল করিমের ছুটি নেওয়ার কারণে অপর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান একাই অফিস পরিচালনা করছিলেন। কিন্তু তিনিও হঠাৎ বুধবার অফিসে আসেননি। তিনি অফিসে না আসায় অফিসটি ছিল তালাবদ্ধ। তাই অনেকে জমি রেজিস্ট্রি করার জন্য খাজনা দিতে এসে ঘুরে গেছেন। কেউবা আবার খারিজসংক্রান্ত কাজে এসে ঘুরে গেছেন।
দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমানের মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, তাঁর একটি মামলার তারিখ রয়েছে। তাই তিনি ছুটি নিয়ে নিজ জেলা নওগাঁয় এসেছেন।
এদিকে ভূমি অফিসটি তালাবদ্ধ থাকায় অনেক সেবাগ্রহীতা দীর্ঘসময় অফিস খোলার অপেক্ষায় থেকে বাড়ি ফিরে গেছেন। সেবাগ্রহীতা এনামুল হক বলেন, চেকপোস্ট গ্রাম থেকে তিনি সকাল ১০টায় এসেছেন একটি খাজনার চেক কাটার জন্য। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও ভূমি অফিস না খোলায় তিনি বাড়ি ফিরে যাচ্ছেন।
একইভাবে জগদল গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি অফিস এভাবে বন্ধ থাকবে, এটা মেনে নেওয়া যায় না। বুধবার ছাড়া জমি রেজিস্ট্রি হয় না। তাই জমির খাজনা দিয়ে চেক নিতে এসেছি। খাজনার চেক নিয়ে ৫ শতক জমি অন্যের কাছে বিক্রি করেছি। তা রেজিস্ট্রি দেব। অথচ অফিসটি বন্ধ।’ ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, তাঁর মতো আরও অনেক মানুষ সেবা না পেয়ে ভূমি অফিস থেকে ঘুরে গেছেন।
রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা জানান, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান মৌখিক ছুটিতে তাঁর গ্রামের বাড়ি নওগাঁয় রয়েছেন। অফিস বন্ধের বিষয়টি নিয়ে তিনি বলেন, অফিসটি খোলার জন্য লোক পাঠানো হচ্ছে।