গোবিন্দগঞ্জে সংবাদ কর্মীকে হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান

- আপডেট টাইম : ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১১৩ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূয়া অধ্যক্ষ কর্তৃক সংবাদ কর্মীকে হত্যার চেষ্টা মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে ৩ আগস্ট শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী ঈদগাহ আলিম মাদ্রাসার দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদ্রাসা ভূয়া অধ্যক্ষ কর্তৃক সংবাদ কর্মীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। গত ৪ আগষ্ট গোবিন্দগঞ্জ থানায় (৬/৩৫২) মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার ১৩ দিন অতিবাহিত হলেও মূল আসামি সহ অন্যান আসামীরা পুলিশের ধরা ছোয়ার বাইরে রয়েছে।
এরি প্রতিবাদে ১৬ই আগস্ট বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি পালন শেষে স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসিক আইন শৃংঙ্খা মিটিংয়ে ব্যস্ত থাকায় তার প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগন্জ নাগরিক সমাজের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ খান,বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কাটাখালি সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক তারাজুল ইসলাম, রফিক মন্ডল,গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু, কালামানিক দেব,সহ জেলা, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।