হোমনায় ১০০ টি নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ

- আপডেট টাইম : ০৩:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১২০ ১৫০.০০০ বার পাঠক
কুমিল্লার হোমনায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ই আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ঘারমোড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইউসুফ হাসান অভিযান চালিয়ে প্রায় ২৫০০ মিটার দৈর্ঘ্যের ১০০ টি রিং ও কারেন্ট জাল জব্দ করেন। জালগুলো আটক করা হলেও জালের মালিকদের কে আটক করা যায়নি৷ অভিযানের খবর পেয়ে জালের মালিকরা জাল ফেলে পালিয়ে যায়। এসময় জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে মোঃ ইউসুফ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, ঘাড়মোড়া বাজারে নিষিদ্ধ ঘোষিত রিং ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি বিক্রয়ের উদ্দেশ্যে রিং ও কারেন্ট জাল বাজারে আনা হয়। সাথে সাথে এগুলো কে আটক করা হয়। পরে নিষিদ্ধ এ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উপজেলা মৎস্য অফিসার এবং হোমনা থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।