আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্যের পি সি সি তে সাস্কৃতিক আনুষ্ঠান
- আপডেট টাইম : ০১:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১৮৭ ৫০০০.০ বার পাঠক
ভারতের উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা তে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ত্রিপুরা রাজ্যের বিরোধী দলের নেতা শ্রী সুদীপ রায় বর্মণ ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও সদস্যরা। এদিন এই বন্যাট্য অনুষ্ঠানে যোগ দেন ত্রিপুরা রাজ্যের আদিবাসী ও পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর মানুষ। তাদেরকে এই সম্মান প্রদর্শন করেন ত্রিপুরা রাজ্যের পি সি সি র নেতা ও ত্রিপুরা রাজ্যের বিরোধী দলের নেতা শ্রী সুদীপ রায় বর্মণ। এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মহিলা ও পুরুষ মানুষ। চলে সাস্কৃতিক আনুষ্ঠান। তুলে ধরা হয় আদিবাসী জনগোষ্ঠীর মানুষের জীবনের বিভিন্ন দিক। গান ও আদিবাসী নৃত্যের মাধ্যমে তাদেরকে তাদের জীবনের ধারণের ও তাদের কর্মজীবনের বিভিন্ন দিক উপস্থাপনা করেন। সভার শেষে আদিবাসী জনগোষ্ঠীর র মানুষজনের সাথে মতবিনিময় করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ত্রিপুরা রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শ্রী সুদীপ রায় বর্মণ।।