চট্টগ্রাম পাঁচলাইশ জোন থেকে মাদক সহ চারজন গ্রেফতার

- আপডেট টাইম : ১২:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ২৩১ ১৫০.০০০ বার পাঠক
সিএমপি উত্তর এসি (পাঁচলাইশ জোন) জনাব, বেলায়েত হোসেন এর নেতৃত্বে ওসি পাঁচলাইশ মোঃ নাজিম উদ্দিন মজুমদারের নির্দেশক্রমে ৯ আগস্ট ২৩ ইং রাত আনুমানিক ১ ঘটিকা থেকে পাঁচলাইশ মডেল থানার আভিযানিক টিম এসআই আফতাব হোসেন. ইমাম হোসেন.দীপক দেওয়ান.শরীফ রোকনুজ্জামান.এস আই রেজাউল আব্দুল কুদ্দুস. ও কিবরিয়া এ.এস আই তোজাম্মেল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত। অভিযানে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড়ে একটি কক্সবাজার হতে ঢাকাগামী বাস তল্লাশি করে ২ জন ইয়াবা ব্যবসায়ী ১। মোঃ দিদার (৩৪), ২। মোঃ সোয়াইব সরকার (৪৮) কে আটক করে এবং তাদের হেফাজত হতে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে সিএমপি’র বন্দর থানাধীন কলশী দিঘীর মুখে ইপিজেড সংলগ্ন একটি বিল্ডিং এ অভিযান পরিচালনা করে ২ জন ইয়াবা ব্যবসায়ী ১। মোঃ রফিক (৩৮), ২। মোঃ তৈয়ব (২৮) দের হেফাজত হতে (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ ও (চার) গ্রাম আইস এবং মাদক বিক্রির নগদ (এক লক্ষ আটচল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমান -(উন আশি লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা ও মাদক বিক্রির নগদ (এক লক্ষ আটচল্লিশ হাজার) টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে বলে সিএমপি সূত্রে জানা যায়