রানিশংকৈলে প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকের অবহেলায় গরু’র মৃত্যু

- আপডেট টাইম : ০১:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৬৪ ১৫০.০০০ বার পাঠক
রাণীশংকৈলে পশু হাসপাতালের চিকিৎসকের অবহেলায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি গরু’র মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার বাচোর ইউনিয়নের মস্তানি টাউন এলাকার আকাশ আলীর গরু খামারে ।
সরে জমিনে গিয় জানা গেছে, গরুটির প্রসবজনিত সমস্যা হলে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে খবর দিলে চিকিৎসক করিমুল ইসলাম গরুটির সার্বিক বিষয় দেখে বলেন, গরুটির বাচ্চা প্রসব করাতে হলে এটিকে সিজারিয়ান ডেলিভারী করাতে হবে। এর পর তিনি চিকিৎসকের সিদ্বান্তে গরু’র মালিক সিজার করার অনুমতি দিলে চিকিৎসক করিমুল ইসলাম আরো কয়েকজন চিকিৎসকের সহায়তায় সিজার করেন।
তবে চিকিৎসক সিজারের জন্য গরু পেট কাটলেও গরু’র বাচ্চা বের করার সময় জরায়ুর কিছু অংশ ছিড়ে ফেলে। তখন গরুটি কিছুটা নাজেহাল হয়ে পড়ে। ওই অবস্থায় কোন রকম গরু’র বাচ্চাটি পেট থেকে বের করে, দায় সারাভাবে সেলাই দেওয়া হয়।
গরুর মালিক আকাশ ইসলাম বলেন, পশু হাসপাতালের চিকিৎসক করিমুল ইসলামের অবহেলায় এবং ভুল চিকিৎসায় আমার এত দামী গরুটি মৃত্যু হয়েছে। রাতে গরুটির সিজার করার পর গরুটির অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসক করিমুল ইসলামকে খবর দিলেও তিনি আর এখানে আসেননি এবং কি গরুটির কোন খোঁজ খবর পর্যন্ত নেননি।
এবিষয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মীকর্তা মৌসুমি আক্তার মুঠোফোনে বলেন,গরু মালিক বিষয়টি জানালে, অফিস থেকে ডা: করিমুল একটি টিম নিয়ে গরুটির সিজার করেন,মূলত সিজারে দেখাযায় গরু খুব কম বঁাচে, ভোল ইউনিক শর্কের কারণে বাঁচে না শেষ পর্যন্ত।
তাং —০৮/০৮/২৩.