লালজি দেশাইয়ের নেতৃত্বে পি সি সি র সেবা দলের কর্মসূচি পালন বিধান ভবনে
- আপডেট টাইম : ০৩:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
ভারতের জাতীয় কংগ্রেসের শাখা দল সেবা দল। এই দলের সর্বভারতীয় সভাপতি শ্রী লালজি দেশাইয়ের নেতৃত্বে এদিন পশ্চিম বাংলা র প্রদেশ ভারতের জাতীয় কংগ্রেসের সেবা দলের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয় কলকাতার পি সি সি র বিধান ভবনে। এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের ভারতের জাতীয় কংগ্রেসের সেবা দলের ভূমিকা পালন নিয়ে আলোচনা করা হয় । সেই সঙ্গে বর্তমানে ভারতের জাতীয় কংগ্রেসের সেবা দলের নেতা ও কর্মীদের কি ভূমিকা পালন করবেন তার ব্যাখ্যা করা হয়। এবং নতুন করে পি সি সি র সেবা দলের নেতা ও কর্মীদের আরো ভালো কাজ করার নির্দেশ দেওয়া হয়। সেবা দলের নেতা ও প্রায়াত স্বাধীনতা সংগ্রামী হান্ডিকের ভূমিকা পালন ও তার কর্মসূচি পালন নিয়ে বক্তব্য রাখেন লালজি দেশাই। সামনে ২০২৪,শে, লোকসভা ভোট তার আগে সেবা দলের নেতা ও কর্মীদের চাঙ্গা করতে দলের কর্মসূচি পালন করতে নির্দেশ দেওয়া হয়। এই সভায় উপস্থিত ছিলেন পি সি সি র সেবা দলের নেতা শ্রী প্রোমদ পান্ডে , জনাব শোয়েব আলী ও, সাদাব খান ও পূজা দেবী ও জনাব সাবির আলী মল্লিক সহ বিভিন্ন জেলা থেকে আগত ভারতের জাতীয় কংগ্রেসের সেবা দলের নেতা ও কর্মীরা।।