ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক মোংলায় জমি জমার বিরোধের জেরে সংঘর্ষ আহত ৩ কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মনোনয়ন ফরম বিক্রি শুরু নওগাঁর নিয়ামতপুরে সমতল ভূমিতে বসবাসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ অনুষ্ঠান ছাত্রশিবির এখন ছাত্রসমাজের সবচেয়ে আপন: ডা. শফিকুর রহমান ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: মির্জা ফখরুল ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১৬ জনের মৃত্যু

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে না‌জিরপু‌রে মুস‌ল্লি‌দের বিক্ষোভ

নিজস্ব প্রতি‌নি‌ধিঃ
  • আপডেট টাইম : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / ১৩৮ ৫০০০.০ বার পাঠক

সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে পি‌রোজপু‌রের না‌জিরপুর উপ‌জেলার সর্বস্ত‌রের মুস‌লিম মুস‌ল্লিরা।

৭ জুলাই শুক্রবার জুমার নামাজ আদায় শে‌ষে উপ‌জেলার ‌বি‌ভিন্ন স্থান থে‌কে মাদ্রারাসার ছাত্র, সদর বাজা‌রের ব‌্যবসায়ীরা, সামাজিক সংগঠ‌নের কর্মীসহ না‌জিরপু‌রের সর্বস্ত‌রের জনগ‌নের ব‌্যানা‌রে নাজিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি প্রভাষক আ‌রিফুর রহমান খান টুবু‌লের সভাপ‌তি‌ত্বে ও ব‌্যবসায়ী মুরাদ হাসা‌নের সঞ্চালনায় সবাই এক‌ত্রিত হ‌য়ে উপ‌জেলা সদ‌রের মেইন মেইন সড়‌ক প্রদ‌ক্ষিন শে‌ষে উপ‌জেলা গেইট চত্ব‌রে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান। পালুদানের ওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল কুরআনের আলো, বিশ্বব্যাপী জ্বালো। আল হাদীসের আলো, বিশ্বব্যাপী জ্বালো ইত্যাদি স্লোগান প্রায় হাজার মানু‌ষকে দিতে দেখা যায়।

এসময় বক্তব‌্য রা‌খেন, না‌জিরপুর উপ‌জেলা সদর মস‌জি‌দের ইমাম ও খ‌তিব হা‌ফেজ মাওলানা মুফ‌তি মিজানুর রজমান সাঈ‌ফী, আয়শা সি‌দ্দিকা ম‌হিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতা‌মিম মাওলানা আবুল বাশার, মাওলানা মু‌জিবুর রহমান, এছাড়া বি‌ভিন্ন মস‌জি‌দের ইমাম সহ বি‌ভিন্ন রাজ‌নৈতীক দ‌লের নেত্রীবৃন্দরা বক্তব‌্য দেন এসময় তাদের বক্তব্যে বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করেছেন। যা শুধু কুরআন নয়; বরং বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করার শামিল। পৃথিবীর কোনো সভ্য জাতি বা দেশে কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০২০ সালে সুইডেনে একই কাজ করেছিল উগ্রপন্থীরা। এ নীতিহীন ন্যক্কারজনক অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল, যাতে বহু মানুষ নিহত হয়েছিল। ফলে শুধু মুসলমান নয়; বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল সুইডেন। এগুলো কোনোভাবেই বাক-স্বাধীনতা নয়; বরং বাক-স্বাধীনতার নামে চরম ধৃষ্টতা। এক্ষেত্রে সুইডেন সরকারের নীরব ভূমিকা বিশ্ববাসীকে হতবাক করেছে। এগুলো কী শুধু অবমাননা, নাকি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান একই সাথে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসঙ্ঘ, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানান।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে না‌জিরপু‌রে মুস‌ল্লি‌দের বিক্ষোভ

আপডেট টাইম : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে পি‌রোজপু‌রের না‌জিরপুর উপ‌জেলার সর্বস্ত‌রের মুস‌লিম মুস‌ল্লিরা।

৭ জুলাই শুক্রবার জুমার নামাজ আদায় শে‌ষে উপ‌জেলার ‌বি‌ভিন্ন স্থান থে‌কে মাদ্রারাসার ছাত্র, সদর বাজা‌রের ব‌্যবসায়ীরা, সামাজিক সংগঠ‌নের কর্মীসহ না‌জিরপু‌রের সর্বস্ত‌রের জনগ‌নের ব‌্যানা‌রে নাজিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি প্রভাষক আ‌রিফুর রহমান খান টুবু‌লের সভাপ‌তি‌ত্বে ও ব‌্যবসায়ী মুরাদ হাসা‌নের সঞ্চালনায় সবাই এক‌ত্রিত হ‌য়ে উপ‌জেলা সদ‌রের মেইন মেইন সড়‌ক প্রদ‌ক্ষিন শে‌ষে উপ‌জেলা গেইট চত্ব‌রে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান। পালুদানের ওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল কুরআনের আলো, বিশ্বব্যাপী জ্বালো। আল হাদীসের আলো, বিশ্বব্যাপী জ্বালো ইত্যাদি স্লোগান প্রায় হাজার মানু‌ষকে দিতে দেখা যায়।

এসময় বক্তব‌্য রা‌খেন, না‌জিরপুর উপ‌জেলা সদর মস‌জি‌দের ইমাম ও খ‌তিব হা‌ফেজ মাওলানা মুফ‌তি মিজানুর রজমান সাঈ‌ফী, আয়শা সি‌দ্দিকা ম‌হিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতা‌মিম মাওলানা আবুল বাশার, মাওলানা মু‌জিবুর রহমান, এছাড়া বি‌ভিন্ন মস‌জি‌দের ইমাম সহ বি‌ভিন্ন রাজ‌নৈতীক দ‌লের নেত্রীবৃন্দরা বক্তব‌্য দেন এসময় তাদের বক্তব্যে বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করেছেন। যা শুধু কুরআন নয়; বরং বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করার শামিল। পৃথিবীর কোনো সভ্য জাতি বা দেশে কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০২০ সালে সুইডেনে একই কাজ করেছিল উগ্রপন্থীরা। এ নীতিহীন ন্যক্কারজনক অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল, যাতে বহু মানুষ নিহত হয়েছিল। ফলে শুধু মুসলমান নয়; বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল সুইডেন। এগুলো কোনোভাবেই বাক-স্বাধীনতা নয়; বরং বাক-স্বাধীনতার নামে চরম ধৃষ্টতা। এক্ষেত্রে সুইডেন সরকারের নীরব ভূমিকা বিশ্ববাসীকে হতবাক করেছে। এগুলো কী শুধু অবমাননা, নাকি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান একই সাথে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসঙ্ঘ, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানান।