রুহিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- আপডেট টাইম : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ২৬৬ ১৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও রুহিয়া প্রতিনিধিঃ রুহিয়ায় ৪৫ বোতল ফেনসিডিল সহ ০১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ| পুলিশ জানায় ঠাকুরগাঁও সদর উপজেলার কশালগাও (বাঁশ বাড়ি) এলাকার শাহ আলম দীর্ঘদিন যাবত ফেনসিডিল ব্যবসা করে আসছিল |১১জুন (রবিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়ার থানার অফিসার ইনচার্জ সোহেল রানা নির্দেশনায় উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম সহ ফোর্স নিয়ে রুহিয়া থানা ধীন ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও(বাঁশ বাড়ি)এলাকায় শাহ আলমের বাড়িতে অভিযান চালায়ে ৪৫ বোতল-ফেনসিডিল ওফেনসিডিল বিক্রয়ের নগদ ১০হাজার টাকা উদ্ধার করা হয়েছে |এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামি শাহীন আলমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে|সোমবার সকালে গ্রেফতারকৃত শাহ আলমকে আদালতে সোপর্দ করা হয় |রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।