ইডির হাতে গ্রেপ্তার সেই কালীঘাটের কাকু
- আপডেট টাইম : ০৮:০৩:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ২৬৯ ৫০০০.০ বার পাঠক
গতকাল কলকাতার ইডির সদরদপ্তর সিজিও কমপ্লেক্সে ইডির ডাকে সাড়া দিয়ে হাজিরা দিতে এসে চাকরি চুরি তদন্তের অসহোযোগিতা করার অপরাধে গ্রেপ্তার হলেন সুজয়কৃঙ্ন ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কারণ পশ্চিম বাংলা র চাকরি দুর্নীতি কান্ডে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে । তার তদন্তের ভার দেওয়া হয়েছে সি বি আই ও ইডি কে। সি বি আই ও ইডি তদন্তের ফলে চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে বর্তমানে জেলে গেছেন পশ্চিম বাংলা র তৃনমূল দলের মুখ্যসচিব ও পশ্চিম বাংলা র শিক্ষা মন্রী শ্রী পাথ চ্যাটার্জী ও তার বান্ধবী অর্পিতা ব্যানার্জী। সেই সঙ্গে একই কেসে জেলে পাঠানো হয়েছে পশ্চিম বাংলা র তৃনমূল দলের দুই বিধায়ক মানিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহা ও তৃনমূল দলের দুই নেতা তাপস মন্ডল এবং কুন্তল ঘোষ। এছাড়াও কিছু সরকারি আমলা রয়েছে। সেই কেসের তদন্ত করতে গিয়ে এবার মূল পান্ডা কালীঘাটের কাকু কে গ্রেপ্তার করে ইডি। তার নাম করে জেলে বন্দী চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মন্ডল। এই কালীঘাটের কাকু এককালে পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভা র এম পি অভিষেক ব্যানার্জী কোম্পানি তে চাকরি করতেন। তিনি একরার তার ভূতপূর্ব কোম্পানির মালিক কে কেউ ছুতে পারবেন না বলে হুশিয়ারি দেন। এবং চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে গিয়ে কিছু যায়গায় অভিষেক ব্যানার্জী নামে অভিযোগ আসার কারণে তাকে সি বি আই এবং ইডি অফিসারদের কাছে হাজির দিতে হয়। এখনও তদন্ত চলছে এই চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। তার মধ্যে গতকাল গভীর রাতে প্রায় বারো ঘন্টা জেরার পর কালীঘাটের কাকু কে গ্রেপ্তার করে ইডি। এবং এই কালীঘাটের কাকু র নামে এবং বেনামে কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে ইডির হাতে প্রমাণ রয়েছে বলে জানা গেছে। এই কালীঘাটের কাকু কে ধরে চাকরি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মূল হোতা কে গ্রেপ্তার করা যায় কি না তা লাখ টাকার প্রশ্ন হিসেবে দাড়াচ্ছে সারা দেশের কাছে।।