নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল সহ আসামি গ্রেফতার

- আপডেট টাইম : ১০:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ৩৮২ ১৫০.০০০ বার পাঠক
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। তারিখ ১৬/০৫/২০২৩ খ্রি: সময় অনুমান ১১.১৫ মিনিটে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে ওষুধ কোম্পানির প্রতিনিধি মোঃ ইবনে মাসুদ (৪৩) এর একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল হারিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে তিনি নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৬/০৫/২০২৩ হইতে ১৭/০৫/২০২৩ খ্রি: ভোর পর্যন্ত এস আই বিভূতি ভূষণ ব্রতী রায় সহ অফিসার ফোর্সের সহযোগিতায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকা হতে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সাথে সংশ্লিষ্ট ৪ (চার)জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা সাদুল্লাপুর থানাধীন দড়িতাজপুর গ্রামের মৃত কফিল উদ্দিন এর ছেলে ১।মোঃ জহুরুল ইসলাম (৩৬),ছোট ছত্রগাছা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে ২।মোঃ সৌরভ ইসলাম(২০), বড় দাউদপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ রাজা মিয়া(৪৫),নিচপাড়া গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন মিঠু (৫৬)। চোরাই মোটরসাইকেলটি গ্রেফতারকৃত আসামি মোঃ সৌরভ ইসলাম এর বসতবাড়ি হইতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য । বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উক্ত চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।