সংবাদ শিরোনাম ::
উত্তর প্রদেশের খোদ অযোধ্যায়, বি জে পি হারিয়ে চমকে দিলেন মুসলিম যুবক সুলতান আনসারি
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
- আপডেট টাইম : ০৮:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ২৭৯ ৫০০০.০ বার পাঠক
গতকাল ভারতের উত্তর প্রদেশের পুরসভা নির্বাচনে ভারতের জনতা পার্টির মুখ রক্ষা হলেও, অযোধ্যায় খোদ জন্মভূমি ন্যাস কেন্দ্র থেকে রাম অভিরাম দাস থেকে জিতেছে এক প্রতিবাদি যুবক সুলতান আনসারি। তিনি নিরদল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, কিন্তু সব দলকে হারিয়ে চমকে দিলেন সুলতান আনসারি। খোদ রাম জন্মভূমি রাম অভিরাম দাস কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। খোদ রাম জন্মভূমি অযোধ্যায় মোট ৩০,টি, সিট। তার মধ্যে বিজেপি দল পেয়েছে ১৭,টি, সিট। সমাজবাদী পার্টি পেয়েছে, ১২,টি, সিট এবং বাকি অন্যান্য দল। তার মধ্যে খোদ যেখানে রাম জন্মভূমি শিলান্যাস হয়েছে সেই আর অভিরাম দাস কেন্দ্র থেকে বি জে পি ও এস পি এবং অন্যান্য দল কে হারিয়ে চমকে দিলেন এই নিরদল প্রার্থী সুলতান আনসারি।।
আরো খবর.......