ময়মনসিংহ র্যাব – ১৪, কাশিগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার করেছে
- আপডেট টাইম : ০৮:২৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহের তারাকান্দা থানাধীন কাশিগঞ্জ বাজারস্থ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর সামনে পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২০ কেজি গাঁজাসহ ০১ জন আন্তঃজেলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব -১৪, ময়মনসিংহ।
অদ্য ১১ মে রোজ বৃহষ্পতিবার আনুমানিক সকাল ৮ টা ৫৫ মিনিটের সময় অধিনায়ক, র্যাব -১৪ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব -১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন কাশিগঞ্জ বাজারস্থ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর সামনে পাঁকা রাস্তার উপর বিশেষ তল্লাশী পরিচালনাকালে একজন আন্তঃজেলা মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার কৃত আসামীর নাম মো. রফিকুল ইসলাম (২৮), পিতা – জাহাঙ্গীর কবির, সাং- ধাওয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর। আসামীর কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য গাঁজা ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতার কৃত আসামীকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।