আজ ভারতের কর্ণাটক রাজ্য অবাধ ও শান্তিপূর্ণ ভাবে বিধানসভার নির্বাচন হল
- আপডেট টাইম : ১২:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ২৯২ ৫০০০.০ বার পাঠক
ভারতের কর্ণাটক রাজ্য আজ সকাল থেকে অবাধ ও শান্তিতে ২২৪,টি, সিটে নির্বাচন অনুষ্ঠিত হল। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আম আদমি উৎসবের মেজাজে তাদের গুরুত্বপূর্ণ ভোট দেন। এই রাজ্যের নির্বাচনে পাখির চোখ সারা ভারতের। কারণ এই রাজ্যের নির্বাচনে যদি ভারতের জাতীয় কংগ্রেসের কাছে বিজেপি পরাজিত হয় তাহলে সারা দেশে বিরোধী দলের নেতা ও কর্মীরা আগামী ২০২৪,শে, লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঝাপিয়ে পড়বে। এই রাজ্যের মোট আসন সংখ্যা ২২৪,টি, তার মধ্যে যদি কোন রাজনৈতিক দল ১১৩,টি, আসন পায়। সেই দল সরকার গড়বে। তবে জনতম সমীক্ষা থেকে নিউজ পাওয়া গেছে যে এবার দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের ক্ষমতা দখল করতে পারে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার। ভারতের জাতীয় কংগ্রেসের সাথে জে ডি এস মিলে বিজেপি কে সরিয়ে সরকার গড়বে বলে মনে করা হয়েছে। এই রাজ্যের নির্বাচনে প্রচারে আসেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও শ্রীমতী প্রিয়ঙ্কা গান্ধী ও এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী মল্লিকার্জুন খাগরে এবং বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ এবং জে ডি এস নেতৃত্ব। বৈকাল ৫,পযন্ত, মোট ৭৮,শতভাগ, ভোট পড়ছে। তবে কিছু কিছু যায়গায় বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে বলে জানা গেছে। তবে অবাধ ও শান্তিতে নির্বাচন করা হয়েছে বলে জানান ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন।।