ভারতের ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াড়ার বস্তার জঙ্গলে মাওবাদী সাথে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে শহীদ ১০,নিরাপত্তারক্ষী
- আপডেট টাইম : ০৮:১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ২৯৬ ৫০০০.০ বার পাঠক
আজ ছত্তিসগড় রাজ্যের বস্তার জঙ্গলে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সাথে মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যদের গুলির লড়াইয়ে নিহত দশ ডি আর জি বাহিনীর সদস্য। এদিন ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়াড়ার বস্তার জঙ্গলে যখন ভারতের সামরিক বাহিনীর সদস্যরা রুটিন মাফিক তল্লাশি চালিয়েছে যাচ্ছে, ঠিক তখনই ভারতের ডি আর জি ফৌজের সদস্যদের ঘিরে ফেলে মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যরা। তখনই মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যদের পেতে রাখা প্রায় ৫০,কেজি, ওজনের মাইন বিস্ফোরণ ঘটিয়ে দেয়। সাথে সাথে উড়ে যায় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের টহলদারি গাড়ি। মাইনের বিস্ফোরণ ত্রিব্রতা এতটাই বেশি ছিল যে সামরিক বাহিনীর সদস্যদের গাড়ি উড়ে বহু দূরে ছিটকে পড়ে। ঘটনার স্থানে মারা যান ভারতের সামরিক বাহিনীর ডি আর জি দশ সদস্য। মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যদের ধরতে এবং পাল্টা আক্রমণ শুরু করে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। এবং পাল্টা আক্রমণে আগে গভীর জঙ্গলে গা ঢাকা দেয় মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যরা। এই দান্তেওয়াড়ার বস্তার জঙ্গলে এর আগে বড়সড় হামলা চালায় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের উপর। সেবার বহু ভারতের সামরিক বাহিনীর সদস্যদের মারা যায়। ঠিক পরেই বছর আবার তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করতে পাল্টা আক্রমণ চালায় মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যরা। আজকের এই হামলায় নিহত ভারতের সামরিক বাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেন ছত্তিসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূবেশ বাগেলা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ। খবর লেখা পযন্ত বস্তার জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা।।