বরগুনায় জামাতের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
- আপডেট টাইম : ১০:৫০:৩৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
- / ৮ ৫০০০.০ বার পাঠক
শিবিরের বিচার চেয়ে যুবদলের সংবাদ সম্মেলন, বরগুনায় পাল্টা সংবাদ সম্মেলন জামায়াতের
বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা নাসির হাওলাদারের পায়ের রক কেটে হত্যা ঘটনায় জড়িত শিবির নেতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাথরঘাটা উপজেলা ও পৌর যুবদল। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর পরপরই সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরগুনা প্রেসক্লাবে শিবিরকে নির্দোষ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত।
মাগরিবের নামাজের পর পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হাসান মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবিদুল ইসলাম জুয়েল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন, পাথরঘাটা পৌর যুবদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, হাসান বকর আল মেছাল, সাইফুল ইসলাম জামাল প্রমুখ।
অপরদিকে বরগুনা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুহিবুল্লাহ হারুন, জেলা নায়েবে আমির মাও. এস এম আফজালুর রহমান, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ শামিম আহসান, জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ সুমন, পাথরঘাটা পৌর জামায়াতের আমীর বজলুর রহমান, পাথরঘাটা পৌর সেক্রেটারী নাসির উদ্দিন সরদার প্রমুখ।
বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হাসান মোল্লা সংবাদ সম্মেলনে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির অফিস ভাঙচুর করেছে, দলীয় নেতাদের ওপর হামলা করেছে। তাঁদের জামায়াতের ছত্রচ্ছায়ায় সদস্য বানিয়েছে। এমনকি জামায়াতের কার্ড গলায় ঝুলিয়েও তাঁরা দলীয় প্রোগ্রামে অংশ নিচ্ছেন। মূলত এখানে বিএনপির শক্তিশালী অবস্থানকে দুর্বল করার জন্যই আওয়ামী লীগকে সঙ্গে নিচ্ছে জামায়াত।
এ ঘটনায় যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, চিহ্নিত স্বাধীনতা বিরোধী চক্রের এধরনের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সহযোদ্ধা নাসির হাওলাদার এর রক্তের শপথ করে এ হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট স্বাধীনতা বিরোধী আল বদর বাহিনীর প্রেতাত্মা স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামাতের জেলা আমীর মুহিবুল্লাহ হারুন বলেন, রাব্বি ও হাসানের গলায় যে ডেলিগেট কার্ডকে জামাত শিবিরের কার্ড বলে বিএনপি নেতারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে সে কার্ডটি ইসলামী আন্দোলনর কার্ড। এছাড়াও একটি স্বার্থান্বেষী দল জামাত শিবিরের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আমরাও নাসির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।৷ এই মিথ্যা অপবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরগুনার পাথরঘাটায় পাল্টা সংবাদ সম্মেল ডেকেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ
সংবাদ সম্মেলনে জামাতের আমীর আরো বলেন, নাসির হত্যাকাণ্ডের ঘটনার পরপরই পাথরঘাটা উপজেলা দক্ষিণ শাখার শিবিরের সভাপতি রাকিব হাসানের উপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। রাকিব হাসান বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ওপর হামলাকারীদেরও দৃষ্টান্ত স্বাস্থ্যের দাবি জানান তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়া ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, যুবদল নেতার হত্যাকাণ্ডের সাথে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী। এ ঘটনার সাথে ছাত্রশিবির বা তার নেতা-কর্মীদের দূরতম কোনো সম্পর্ক নেই। অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে এ ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার আছরের নামাজের পর স্থানীয় সাহাদাত নগর হাফেজিয়া মাদ্রাসা ময়দানে জানাজা শেষে নাসির হাওলাদারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাফন শেষে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে পাথরঘাটা উপজেলা ও পৌর যুবদল।
এদিকে যুবদলের নেতা নাসির হাওলাদারকে হত্যার ঘটনায় আটজনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাথরঘাটা থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহতের বোন রুমী আক্তার।
আসামিরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি ঈসা রুহুল্লাহ (৩৮), পৌর ছাত্রশিবিরের সভাপতি কাইউম (২৪), আব্দুস সালাম মুন্সী (৫৫), হাসান (২৫), ইব্রাহিম (১৯), আবু সাঈদ (২৩), রাব্বি (১৯) ও তাঁর বাবা মাহবুব (৫২)। সবাই জামায়াত–শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সময়ের কন্ঠকে বলেন, ‘নাসির হত্যাকাণ্ডের ঘটনায় থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এর মধ্যে মাহবুব নামে একজনকে আটক করা হয়েছে। শহরে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিরা যে সংগঠনের সদস্য হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’