মোংলায় বিএনপি কর্মীকে মারধোর করায় সংবাদ সম্মেলন
- আপডেট টাইম : ০২:৪৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৪৯ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক : মোংলার জয়মনি ঘোল বাজারে বিএনপি’র অফিসের সামনে বিএনপি কর্মীকে ৩০ ডিসেম্বর (২০২৪) সোমবার সন্ধ্যা ৬ টায় বিএনপি কর্মী ভুক্তভোগী ইব্রাহীম বয়াতি এ মারপিটের শিকার হন। এ খবর মোংলা থানাকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান তাকে উদ্ধার করে মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ইব্রাহিম বয়াতি সুস্থ্য হয়ে মোংলা প্রেসক্লাবে পহেলা জানুয়ারী বুধবার ২০২৫ ইং তারিখ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জয়মনি বৌদ্ধমারি এবং দক্ষিণ চিলা ৬ নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল করিম ফকিরের ছেলে মোঃ আমিনুল ইসলাম মিঠু (৪৫) জলিল শেখের ছেলে মনি শেখ (৪০) সুলতান খানের ছেলে ওসমান খান (৩২) আব্দুর রশিদ খানের ছেলে মোতাহের খান (৩৮) সুলতান খানের ছেলে তালেব খান (৪২) একই এলাকার কালাম শেখের ছেলে মিরাজুল শেখ (২৮) কাশেম ফকিরের ছেলে মাহাবুল ফকির (৩০) কুদু ফকিরের ছেলে ইমরান ফকির (৩৫) সহ ১০ থেকে ১৫ জন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ঘটনার দিন সন্ধ্যা ৬টায় বৌদ্ধমারি বাজার দিয়ে মোংলায় আসার পথে পূর্বে থেকে ওত পেতে থাকা মিঠু বাহিনী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং তাকে রক্তাক্ত যখন করে। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং তাকে উদ্ধার করে প্রশাসনিক সহায়তায় মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। ইব্রাহিম বয়াতি তার লিখিত বক্তব্যে আরো বলেন, উল্লেখিত ব্যক্তিদয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু, দাঙ্গাবাজ, চাঁদাবাজ পরোসম্পদ লোভী। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। আর এই কারণেই বিএনপি’র অফিস স্থাপন নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে। এ কারণে তিনি তাদের দ্বারা মারপিটের শিকার হয়েছেন। সংবাদ সম্মেলনে ইব্রাহিম বয়াতি উল্লেখিত সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।