ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মনোনয়ন ফরম বিক্রি শুরু নওগাঁর নিয়ামতপুরে সমতল ভূমিতে বসবাসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ অনুষ্ঠান ছাত্রশিবির এখন ছাত্রসমাজের সবচেয়ে আপন: ডা. শফিকুর রহমান ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই: মির্জা ফখরুল ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১৬ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে নতুন মোড়কে জমি সহ স্থাপনা দখলের চেষ্টা// অবরুদ্ধ পাঁচ দশকের পুরনো হরিপুর মহিলা সমিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে ট্রাম্পের সই নাসিরনগর উপজেলা সদরে দিনে-দুপুরে ফ্ল্যাটে চুরি হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে. ড. রেজাউল করিম

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১২:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ১ ৫০০০.০ বার পাঠক

ওমর ফারুক : মোংলা বন্দর কর্তৃপক্ষের ৩য় তলায় মঙ্গলবার (২১ শে জানুয়ারী) সকাল ১০টা থেকে সিবিএ নির্বাচনের ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহনও করা হয়েছে।কার্যালয়ের ভেতরে দেখা গেছে, কার্যালয়ের তৃতীয় তলায় ঢাকা,খুলনা, বরিশাল, চট্রগ্রামসহ সকল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং মোবাইল নম্বর ও পদবি পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পদভিত্তিক প্রতিটি আবেদনপত্রের দাম ২ হাজার ৫শ থেকে ৮ হাজার টাকা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নুর উদ্দিন টুটুল বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মহাসীন পাটোয়ারী বলেন, কর্মচারী সংঘের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। সাধারণ ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবে। রায় যা আসবে, তা সবাইকে মেনে নিতে হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে মনোনয়ন ফরম কিনে সরোয়ার হোসেন বলেন, আমরা সুষ্ঠু পরিবেশেই মনোনয়ন সংগ্রহ করেছি। আশা করি আগামী নির্বাচন সুষ্ঠুই হবে ইনশাল্লাহ। এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হবো বলে আমি আশাবাদী। অপরদিকে নাসির ও পল্টু পরিষদের পক্ষে মতিয়ার রহমান সাকিব বলেন, দীর্ঘদিন নির্বাচন নিয়ে ধোঁয়াশা থাকলেও বর্তমানে নির্বাচন দেওয়ায় কর্মচারীদের মনে আনন্দ বিরাজ করছে। আমরা আশাবাদী নাসির- পল্টু পরিষদ পুনরায় নির্বাচিত হবেন।

উল্লেখ্য, তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় বিএনপি‍‍`র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আপডেট টাইম : ১২:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ওমর ফারুক : মোংলা বন্দর কর্তৃপক্ষের ৩য় তলায় মঙ্গলবার (২১ শে জানুয়ারী) সকাল ১০টা থেকে সিবিএ নির্বাচনের ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহনও করা হয়েছে।কার্যালয়ের ভেতরে দেখা গেছে, কার্যালয়ের তৃতীয় তলায় ঢাকা,খুলনা, বরিশাল, চট্রগ্রামসহ সকল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং মোবাইল নম্বর ও পদবি পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পদভিত্তিক প্রতিটি আবেদনপত্রের দাম ২ হাজার ৫শ থেকে ৮ হাজার টাকা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নুর উদ্দিন টুটুল বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মহাসীন পাটোয়ারী বলেন, কর্মচারী সংঘের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। সাধারণ ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবে। রায় যা আসবে, তা সবাইকে মেনে নিতে হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে মনোনয়ন ফরম কিনে সরোয়ার হোসেন বলেন, আমরা সুষ্ঠু পরিবেশেই মনোনয়ন সংগ্রহ করেছি। আশা করি আগামী নির্বাচন সুষ্ঠুই হবে ইনশাল্লাহ। এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হবো বলে আমি আশাবাদী। অপরদিকে নাসির ও পল্টু পরিষদের পক্ষে মতিয়ার রহমান সাকিব বলেন, দীর্ঘদিন নির্বাচন নিয়ে ধোঁয়াশা থাকলেও বর্তমানে নির্বাচন দেওয়ায় কর্মচারীদের মনে আনন্দ বিরাজ করছে। আমরা আশাবাদী নাসির- পল্টু পরিষদ পুনরায় নির্বাচিত হবেন।

উল্লেখ্য, তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় বিএনপি‍‍`র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে।