কাশিমপুর প্রেসক্লাবে জামাতে আমির কে ফুল দিয়ে বরন,লান্ছিত দুই সাংবাদিক
- আপডেট টাইম : ০৩:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ২৭২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রোথানার নিকটবর্তী কাশিমপুর প্রেসক্লাবে গত ০৪ ই এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার, জামাতে আমির সরকার পতনের ডাক দেওয়া নাসকতা ও ভুমি দখল সহ অগনিত মামলার আসামী মাহাবুবুর রহমান কে ফুল দিয়ে বরন করেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক লীগের সহ সভাপতি ও কাশিমপুর প্রেসক্লাব এর সভাপতি আমজাদ হোসেন,বিএন পি সমর্থক কাশিমপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম প্রতিক,বি এন পির অন্যতম সদস্য সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, যুগ্ন সম্পাদক কুদ্দুস সহ প্রেসক্লাব এর সদস্যবৃন্দ রা,
জামাতে আমির মাহবুব এর আগনে প্রেসক্লাবে আনন্দে মুখরিত ছিলো সকল সদস্যরা,এসময় ফুলের তোড়াদিয়ে বরন করে নিয়ে সেলফিতে মেতে উঠেন সবাই,কেউ কেউ মোবাইলে ফুটেজ ও বক্তব্য ভিডিও ধারন করতে ব্যস্তসময় পার করেন,প্রেসক্লাব এর সদস্য না হওয়ায় দুই সাংবাদিক ফেইসবুক লাইভ করতে গেলে জামাতে আমির ও বি এন পি পন্থি জামাত সমর্থকরা তাদের মোবাইল ক্যামেরা মটরবাইক প্রেসকার্ড সহ বিভিন্ন সরন্জাম ছিনিয়ে নেন,যেটার সম্পূর্ন তথ্য সিটি এস বির নিকট ভিডিও ধারন করা আছে।
জামাতে আমির বি এন পির অর্থদাঁতা বিশ্বাস গ্রুপ এর চেয়ারম্যান মাহবুব এর নামে গত মাসের ০৫ তারিখে ভুমি জবরদখলকারী হিসাবে আইনি নোটিশ প্রেরন করেন কোনা বাড়ি জোন এর এসি দিদারুল ইসলাম,পাশাপাশি একই মাসে আরো একটি আইনি নোটিশ পাঠিয়েছেন ইসলামী ব্যাংক থেকে সূত্রের তথ্য মতে জানা যায় (১৮০) কোটি টাকা ব্যাংক জালিয়াতি, তার সকল অপকর্মের বর্ননা দিয়ে একাধিক ব্যাংকের টাকা আত্মসাৎ গোমর ফাঁস করেছেন ও নিউজ সম্প্রচার করায়,এবং বর্তমানে তার কৃতকর্মের গোপন তথ্য ফাঁস করতে পারে মর্মে তারেই ঈঙ্গিতে কাশিমপুর ক্লাব এর ভিতরে আটকিয়ে দুই সাংবাদিক কে শারীরিক ও মানসিক নির্যাতন করেন,এবং দির্ঘ পাঁচ ঘন্টা আটক রাখার পরে জোর পূর্বক ভূয়া সাংবাদিক আক্ষাদিয়ে সম্পূর্ন বেআইনি ভাবে তিন শত টাকার নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর করে নেন,এবং কাশিমপুর এলাকায় না যাওয়ার প্রতিশ্রুতি জোরপূর্বক লিখেনিয়ে বের করে দেন।
জামাতে আমির মাহবুব এর অপকৌশল টা কাশিমপুর প্রেসক্লাব কে টাকার বিনিময়ে হাত করতে পারলে,তার সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে সুবিধা হবে,আর চমৎকার ভাবে সেটির সহযোগীতা করে চলেছেন বি এন পি সমর্থক এরা।
তারা শুধু এখানেই ক্ষান্ত হননি জোর করে স্বাক্ষর করে নেওয়া স্টাম্পটি সোশ্যাল মিডিয়া ফেইসবুকে স্টাটাস দিয়েছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়,এমন ঘটনায় গোটা সাংবাদিক তথা জাতির বিবেক লজ্জিত,
এটাকে সাদরপ সাপোর্ট করে যাচ্ছেন কাশিমপুর থানা আওয়ামীলীগে জামাত বি এন পি থেকে আগত নব্য যোগদান করা ব্যাক্তিরা,বিষয়টি তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন ও দলীয় ভাবমুর্তী ফিরিয়ে আনতে কাশিমপুর থানা আওয়ামীলীগ এর নিবেদিতকর্মী রা,
অপরদিকে বিচারের জন্য আদালতের দ্বারপ্রান্তে সংবাদকর্মীদের স্ব স্ব মিডিয়ার সম্পাদক পরিচালকেরা।দৈনিক সমরকণ্ঠ পত্রিকায় চোখ রাখুন