আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১১:১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৬৮ ৫০০০.০ বার পাঠক
-সূত্র তথ্য মতে জানান-
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে উক্ত নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব ফরিদুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসারগণের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সভায় রিটার্নিং অফিসার আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সহায়তা কামনা করেন। তিনি নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালনে পুলিশের সহযোগিতা প্রত্যাশা করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি মাঠ পর্যায়ের সকল পুলিশ কর্মকর্তাগণকে নির্বাচনী কর্মকর্তাগণের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ নির্বাচনকে সাফল্যমন্ডিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।