গ্রাহক সেজে সাভার বিআরটিএ কার্যালয়ে দুনীতি দমন কমিশন দুদক অফিসারের অভিযান
- আপডেট টাইম : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
সাভার উপজেলা বিআরটিএ কার্যালয়ে দুনীতির তথ্য পেয়ে অনুসন্ধানে দূনীতি দমন কমিশন এর সহকারী পরিচালক ওয়াহিদ মনজুর সোহাগ। বিআরটিএ কার্যালয় দূনীতির বিরুদ্ধে দূনীতি দমন কমিশন জেলা কার্যালয় ঢাকা ২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মনজুর সোহাগ অভিযান পরিচালনা করে। অভিযান সূএে জানান বিআরটিএ কার্যালয়ে, আবেদন জমা, রানার কার্ড, রেজিষ্ট্রেশন ও লাইসেন্স করতে গ্রাহকদের পড়তে হয় ভোগান্তিতে। মোটরবাইক লাইসেন্স দেওয়া হচ্ছে রেজিষ্ট্রেশন ব্যতিত। ফিটনেস এর জন্য দালাল কে দিতে হচ্ছে এক্সটা ৪ হাজার টাকা । নতুন লাইসেন্সে বিআরটিএ দালালরা দিচ্ছে পেকেজ সুবিধা বাড়তি অর্থের বিনিময়ে পাবে মোটরবাইক রেজিষ্ট্রেশন ও লাইসেন্স। বিআরটিএ কার্যালয়ে কয়েকজন গ্রাহক উপস্থিত ছিলেন। তাদের থেকে জানা যায় গত ৩ বছরেও রানার কার্ড বিআরটিএ দিলেও রেজিষ্ট্রেশন পেতে ভোগান্তি। অসংখ্য মোটরবাইক লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তুু রেজিষ্ট্রেশন এর ডকুমেন্টস পাওয়া যায় নি।
দূনীতি দমন কমিশন জেলা ঢাকা ২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মনজুর সোহাগ জানান অভিযান পরিচালনায় বিআরটিএ সকল নথিপত্র দুদকের আয়ত্তে নেওয়া হয়েছে কমিশনে জমা দেওয়া হবে বিআরটিএ কার্যালয়ে সকল দূনীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন এর মাধ্যমে উল্লেখ করা হবে।