বার্ষিক সাধারণ সভা ২০২৫ আয়োজিত
- আপডেট টাইম : ০৮:২৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৪ ৫০০০.০ বার পাঠক
সিআরপি একতা প্রকল্প ফাউন্ডেশন এর আয়োজনে আজ ২২ জানুয়ারি সকাল ৯ টায় সাভার উপজেলা হল রুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একতা প্রকল্পের ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও ইউনুস এর উদ্দ্যোগে গ্রামীন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি উদ্দ্যোগ ও তাদের দেওয়া তথ্য অচল থেকে , যাঁরা প্রতিবন্ধী তাদের নিয়ে সামাজিক কর্মসূচি পালন করে (ভেসপা)। এদের মধ্যে অনেকেই সচল মানুষের চেয়ে অনেকটাই দূর্বল। তাদের নিয়ে আমাদের প্রকল্প নতুন কিছু বাস্তবায়নের লক্ষে সফল করার উদ্দ্যেশে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন গুলো শিখানো। অচল থেকে ও তাদের কে সচল মানুষের মতো বাস্তবায়ন করা টাই আমাদের মূল লক্ষ্য। তাদের কে নতুন করে শিখিয়ে পড়িয়ে প্রতিষ্ঠিত করতে পারাটাই আমাদের উদ্দেশ্য। তাদের মধ্যে অনেকই অবুঝ তাদের কে হাতে কলমে দেখিয়ে শেখানো হচ্ছে। সকল কে আর্ট করানো কলম দিয়ে লেখা লেখি করা ও খেলাধুলায় অগ্রসর ও অন্যান্য কর্মসূচি পালনের উদ্দ্যোগ সিআরপি একতা প্রকল্প ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। তাদের কে নতুন নতুন পোশাক থেকে যাবতীয় সকল বিসয়ে শিক্ষনীয় কৌশল অবলম্বন করানো । উপজেলা হল রুমে মোট ৫০ জনের ও বেশি প্রতিবন্ধী রয়েছে তাদের মধ্যে অনেকেরই চোখ,কান,মুখ,হাত,পা, ভাঙা ও পঈু পরিস্থিতি অবস্থায় জিবন যাপনে সিআরপি তাদের কে সচল মানুষের মতো রুপান্তরিত করার উদ্দ্যোগ ।
সিআরপি একতা প্রকল্প ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর অর্থায়নেঃ ইউএসএআইডি।