সামাজিক সম্প্রীতি সংলাপ সভা অনুষ্ঠিত

- আপডেট টাইম : ১০:২৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৪৪ ১৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্কের সহযোগিতায় সামাজিক সম্প্রীতি সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে হোমনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক কান্ট্রি ডিরেক্টরে শাহনাজ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ ( হোমনা – তিতাস) এর মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।
এসময় উপস্থিত ছিলেন সভার বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, ওসি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. হাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শশাঙ্ক বরণ রায়, উপজেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা হাফেজ ইব্রাহীম, পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন চন্দন লাল রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী ও শিক্ষার্থী সিমলা আক্তার প্রমুখ।
পরে সেলিমা আহমাদ এমপিকে সন্মাননা স্মারক (ক্রেস্ট ) প্রদান করেন।