কেন্দ্রীয় সরকারের রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতা ও বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন অভিষেক ব্যানার্জী
- আপডেট টাইম : ০৪:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১৬১ ৫০০০.০ বার পাঠক
আজ পশ্চিম বাংলার কলকাতার বুকে শহীদ মিনার থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার ডাক দিলেন তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক ব্যানার্জী এম পি। এদিন কলকাতার ধর্মতলার কাছে শহীদ মিনারে হাজার হাজার তৃনমূল দলের নেতা ও কর্মীদের জমায়েতে ভাষণ দেন। তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নারীদের নিয়ে ব্যাঙ্গ করেন তখন তার বিরুদ্ধে মামলা রুজু হয় না। কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে কোন কথা বলেন এবং তার সরকারের বিরুদ্ধে কোন অভিযোগ করেন তখন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবং তাকে লোকসভার সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। শ্রী অভিষেক ব্যানার্জী বলেন যে পশ্চিম বাংলা থেকে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা নিয়ে চলে যায় দিল্লিতে। এবং এই পশ্চিম বাংলা কে বঞ্চিত করা হয়। পশ্চিম বাংলার উন্নয়ন কে কোন ভাবে তরান্বিত করতে দিচ্ছেন না কেন্দ্রীয় সরকার। তাই তৃনমূল দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে রাস্তায় নেমে। এই আন্দোলনের ঢেউ কে গ্রাম পঞ্চায়েত পযন্ত নিয়ে যেতে হবে। সাধারণত মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলতে হবে। সেই সঙ্গে সবাই কে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। এদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দাবিতে কলকাতার রেড রোডের অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেন। আজকের এই জমায়েতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃনমূল দলের নেতা ও সমর্থক হাজির হন। আজকের সভায় উপস্থিত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার তৃনমূল দলের সভাপতি সুব্রত বক্সী এবং তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান ও ক্যানিং পূর্বে র বিধায়ক শওকত মোল্লা এবং তৃনমূল দলের বিভিন্ন জেলা থেকে আগত বিধায়ক ও রাজ্যে এবং জেলা নেতৃত্ব। এই কর্মসূচিতে অংশ নেন মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা সহ মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতৃত্ব।।