ভাষা শহীদের সৃতিতে পুশ্পমাল্য অর্পন করলেন কাশিমপুর মেট্রো থানা
- আপডেট টাইম : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৯৪ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রো থানার ৩ নং ওয়ার্ড হাতিমারা কেন্দ্রীয় শহীদ মিনারে,আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের বেদীতে পুশ্পমাল্য অর্পন করলেন।
কাশিমপুর মেট্রো থানা,২১ শে ফেব্রুয়ারী ২০২৩ সোমবার দিবাগত রাত ১২ টা এক মিনিটে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল করিম এর নির্দেশনায় ওসি,তদন্দ,আলমামুন সহ থানার চৌকস পুলিশ অফিসার বৃন্দ হাতিমারা স্কু্ল এ্যান্ড কলেজে,ভাষা শহীদের প্রতি এ পুশ্পমাল্য অর্পণ করেন।
শহীদ মিনার টি ২১ শে ফেব্রুয়ারী ২০১৪ সালে স্থাপিত,সৌজন্যদাতা আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা কাউন্সিলর ৩ নং ওয়ার্ড গাজীপুর মহানগর ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক কাশিমপুর থানা আওয়ামীলীগ ।
রক্তদিয়ে কেনা আমার মায়ের ভাষা,বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় লিখি পড়ি বাংলা ভাষায় বক্তব্য করি সকল চাওয়া পাওয়া।
কাশিপুর থানার,ওসি রাফিউল করিম বলেন,বাংলা ভাষার মাস ২১ ফেব্রুয়ারী বাঙলি জীবনে সবচয়ে বড় পাওয়া,মায়ের ভাষা বাংলা সহজে আসেনি বীর বাঙালির বহু তাজা রক্তের বিনিময়ে এই ভাষা পাওয়া,তাই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করি।রক্তদিয়ে কেনা আমার মায়ের ভাষা,আজ যে ভাষায় আমরা কথা বলছি এটা বাঙালী জাতির তাজা রক্তের বিনিময়ে পাওয়া,আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
এ সময় ও সি তদন্ত আল মামুন বলেন, আমরা হতবাগা বাঙালি এমনই যে,বিভিন্ন দেশের ভাষাকে প্রাধান্যদিয়ে নিজ দেশের ভাষাকে অমর্যাদা করছি,আসুন আমরা মায়ের ভাষাকে সম্মান জানাই,দেশের জন্য,ভাষার জন্য যারা জীবন দিয়েছেন,রফিক শফিক সালাম বরকত সহ সকলের আত্নার মাগফিরাত কামনা করি।আমি আবারো বলবো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।