কাকাইলছেও কালনী পাড়ায় প্রেমের প্রতারনার শিকার হয়ে নাবালিকার আত্মহত্যা

- আপডেট টাইম : ০৭:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৫ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলা ৪ নং কাকাইলছেও ইউনিয়ন কালনী পাড়া গ্রামের হরমুজ আলীর মেয়ে মর্জিনা আক্তার (১৪) সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে কাকাইলছেও রহমতপুর গ্রামের কোনাবাড়ি সাহাবুল মিয়ার পুত্র রাহুল মিয়া (২৫)।জানা যায়, দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্কে,গত তিন দিন ধরে বিয়ের জন্য অনশনে বসে মর্জিনা আক্তার। মর্জিনা আক্তার জানে না যে, তার প্রেমিক বিবাহিত। স্ত্রী ও সন্তান রাহুলের রয়েছে।
পরবর্তীতে দুই পক্ষের লোকজন বুজিয়ে মেয়েকে নিয়ে আসে।
এরই প্রেক্ষিতে গতকাল রবিবার আনুমানিক বেলা ১১ টায় সবার অগোচরে ওড়না দিয়ে ঘরের ধনাতে ফাঁস লাগায়। মর্জিনার মা সবজি কাটঁতে ঘরের বারান্দায় সবজি কাটতে গেলে।বিকট একটি শব্দ শুনতে পায়,বিকট শব্দ শুনতে ফেলে মেয়েকে ডাকাডাকি করলে দরজা না খুললে, ঘরের পার্টিশনের ওপর ছোট বাচ্চাকে ডিঙিয়ে পাটায় দরজা খোলার জন্য। দরজা খোলার পর মেয়েক ঝুলন্ত অবস্থায় দেখে শোর চিৎকার করলে এলাকার লোকজন জড়ো হয়।
এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন,লাশের সুরতহাল তৈরি করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।