সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় মহাসড়কে পাশে ছাই উড়ে দুর্ভোগে জন সাধারণ
মিজানুল ইসলাম (ময়মনসিংহ)
- আপডেট টাইম : ০৩:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ১৯২ ৫০০০.০ বার পাঠক
তারাকান্দা উপজেলার ময়মনসিংহ- শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিচু জমি ভরাটে একটি প্রভাবশালী মহল বিভিন্ন রাইচ মিল থেকে ট্রাক, লরি ও ট্রলি যোগে ছাই এনে গর্ত ভরাট করছে ও মহাসড়কের পাশে স্তুপ করে রাখছে। মহাসড়ক দিয়ে মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সেই ছাই উড়ে এসে পড়লো চোখে মুখে। আর এই দুর্ভোগ আমাকে নিয়ে ছাড়লো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু অপারেশন থিয়েটার পর্যন্ত। অল্পের জন্য রক্ষা পেল দৃষ্টি শক্তি। প্রতিদিন এই মহাসড়কে কত শত মানুষ যানবাহন চলাচল করছে। এই ছাই উড়ে গিয়ে যানবাহন চালকের চোখে পড়লে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই এই বিষয়ে প্রশাসন সহ কর্তৃপক্ষের সুদৃষ্টির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি।
আরো খবর.......