সারা ভারতের পলিটেকনিক পরিক্ষায় প্রথম হলেন মগরাহাট পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রী তাহমিনা খাতুন
- আপডেট টাইম : ১২:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৪৯ ৫০০০.০ বার পাঠক
সারা ভারতের পলিটেকনিক ইন্সটিটিউট এর পরিক্ষায় প্রথম হলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্বে র পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রী তাহমিনা খাতুন। তার বাড়ি ডায়মন্ডহারবার মহাকুমা র মোহনপুর এলাকায়। এদিন তার মগরাহাট পূর্বে র পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ তাকে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত পশ্চিম বাংলার বিধান সভার সদস্য শ্রীমতী নমিতা সাহা ও মগরাহাট পূর্বে র পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে প্রিন্সিপাল শ্রী সুখেন্দু নাইয়া ওয়েন এডুকেশন এর জি এম শ্রী দেবপ্রসাদ সাহা এবং মগরাহাট পূর্বে র ব্লক উন্নয়ন বোর্ড এর ল্যান্ড এর সদস্য রবীন্দ্রনাথ সাহা এবং মগরাহাট পূর্বে র পশ্চিম অঞ্চল এর প্রধান শ্রীমতী শরমিস্ঠা পুরকায়স্থ এবং উপপ্রধান জনাব নুরুজ্জামান লস্কর ও মগরাহাট পূর্বে র তৃনমূল দলের যুব সভাপতি বাচ্চু সেখ। এই সভায় উপস্থিত ছিলেন বারুইপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক প্রিন্সিপাল অমিত রায়। এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বে র পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রায় কয়েক হাজার ছাত্র ও ছাত্রী। এই সভাটি পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের অন্যতম নেতা ও মগরাহাট পূর্বে র পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষক জনাব ইদুজ্জ্বামান মোল্লা।।