প্রচন্ড শীত আর ঘন কুয়াশা, কাবু করতে পারেনি তাদের। এ বছর আমন ধানের দাম ভালো পাওয়ায় কৃষকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
মণিরামপুরের ঝাঁপার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, কেউ কেউ তীব্র শীত উপেক্ষা করে বীজতলা থেকে চারা তুলে জমা করছেন। আবার কেউ পাওয়ার টিলার দিয়ে চসে জমি তৈরি করছেন। আবার কোথাও কোথাও কৃষকরা তাদের তৈরিকৃত জমিতে ইরি-বোরো ধানের চারা রোপণ করছেন। কোথাও গভীর অথবা অগভীর সেচযন্ত্র দিয়ে জমিতে পানি তুলছেন।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, শীতের তীব্রতা একটু কমে গেলেই কৃষকরা পুরো দমে নেমে যাবে মাঠে। সেই হিসেবে আগামী ১০-১৫ দিনের মধ্যে শতভাগ জমিতে ইরি-বোরো ধানের চারা রোপণ কাজ সম্পন্ন হবে ধারণা করা যাচ্ছে।
চুড়ামনকাটির কৃষক গোলাম মোস্তফা (৫০) বলেন, এ বছর মাঠে প্রায় সব আবাদি জমিতে ইরি-বোরো চাষ করার জন্য হালচাষ দিয়ে জমি তৈরি করা হচ্ছে। এখনও অনেক বীজতলা থেকে চারা উত্তোলন করা হচ্ছে।
যশোরের উপসহকারী কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র বলেন, তীব্র শীত উপেক্ষা করে কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ করছেন। আমরা কৃষকের পাশে আছি। আবহাওয়া জনিত কারণে প্রতিবছর বীজতলা কম বেশি নষ্ট হলেও এ বছর বীজতলায় তেমন কোনো ক্ষতি হয়নি।