ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০১:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ১৬৩ ৫০০০.০ বার পাঠক
সময় মতো বাচ্চা নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমাউল হুসনা সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী (রণু ঠাকুর), ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,
মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর এম ও দীপঙ্কর ভাট,মেডিকেল অফিসার ডা.ফারজানা আক্তার সেজুতি, পরিবার পরিকল্পনা পরিদর্শক লোকমান হোসেন, গালাগাও ইউনিয়ন, এস.এ.সি.এম.ও ফজলুল হক কাদের,পরিবার কল্যান সহকারী -জেসমিন আক্তার,
এ সময় বক্তারা বলেন,পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে এই সপ্তাহ পালন করা হয়। বিশেষ করে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করা, মানসম্মত পরিবার পরিকল্পনা মাও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা, এএনসি, পিএনসি এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি সম্পর্কে জনগণকে সচেতন করা,
মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমান,সর্বপরি পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাথে সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বাল্যবিয়ে ও অনাকাংখিত গর্ভধারণ রোধে গণসচেতনতা সৃষ্টি এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।