ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে রিপোর্টার্স ইউনিটির নির্বাচনী প্রচারণা
- আপডেট টাইম : ০৮:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ২৯২ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারণা ততই জমে উঠছে।
সেই সঙ্গে বাড়ছে পোস্টার, ব্যানার লাগানো সহ ব্যাপক প্রচারণা দিনরাত পরিশ্রম করে চলছেন তারা।
এদিকে নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।
এতে করে পুরো নির্বাচনী জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা জেলার বিভিন্ন স্থানে রিপোর্টার্স ইউনিটির ভোটারদের বাসায় গিয়ে চাচ্ছেন ভোট।
সব কিছু মিলিয়ে চলছে ভোটের আনন্দ।
ভোটকে কেন্দ্র করে আনন্দ বিরাজ করছে সংগঠন টির ভোটারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের মাঝে।
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয় মহন্ত অলক সকলের সহযোগিতা কামনা করে জানান, জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন TRU
আমি আগেও যেমন সুখে দুখে সকল সংবাদ কর্মীদের পাশে ছিলাম পরবর্তীতেও থাকবো।
ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম নির্বাচন এর আগে কখনো হয়নি।
আরেক সাংগঠনিক সম্পাদক পদ-প্রার্থী রেদওয়ানুল হক মিলন জানান, আমি এই সংগঠনটির শুরু থেকেই আছি। এই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা রয়েছে আরো দুজন। আমি তফশীল অনুযায়ী নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেছি। আসছে ভোটাররা আগামী ১০ ডিসেম্বর নির্বাচনে আশা করি আমাকে জয়ী করবে।
অপরদিকে, দপ্তর সম্পাদক পদপ্রার্থী সোহেল তানভীর জানান, আমরা সংবাদ কর্মী আমাদের কাজ অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের নানান সমস্যা দুর্নীতির সংবাদ প্রকাশ করা ঠিক তারই ধারাবাহিকতায় আমি কাজ করে যাচ্ছি আমি নির্বাচিত হলে সংবাদকর্মীদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করে যাব।
এদিকে রিপোর্টার্স ইউনিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণের ব্যস্ত সময় পার করছেন প্রচার সম্পাদক পদপ্রার্থী আল আমিন জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে ভোট চাইছেন তিনি। নির্বাচন বিষয়ে তিনিও সবার মত একই কথা বললেন সংবাদ কর্মী হিসেবে আমার সবচেয়ে বড় দায়িত্ব যেকোনো সংবাদকর্মী বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো।
এ বিষয়ে রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হক প্রধান বলেন এই নির্বাচনে রয়েছে ব্যাপক আয়োজন সংগঠনের ভোটাররা নির্বাচনের দিন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন পছন্দের ব্যক্তিকে। যারা আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নেতৃত্ব দিয়ে যাবেন।
সেই সাথে অবহেলিত মানুষের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করবে ন এবং জেলার যেকোনো কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের পাশে থাকবেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে
১৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন এর মধ্যে রয়েছে সভাপতি ২ জন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ২ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন,
দপ্তর সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ২ জন,
প্রচার সম্পাদক ২ জন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ২ জন এবং কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন।
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।