সংবাদ শিরোনাম ::
খুলনা রেলওয়ে চার নং ঘাট কলোনি বড় পুকুরে চলছে-বড়শি প্রতিযোগিতা
খুলনা রিপোর্ট-
- আপডেট টাইম : ০৪:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৬৩ ৫০০০.০ বার পাঠক
সূত্র তথ্যমতে জানান বাংলাদেশের খুলনা জেলার-খুলনা সিটি কর্পোরেশন এলাকার-খুলনা রেলওয়ে ৪ নংঘাট কলোনি-বড় পুকুরে চলছে বড়শি প্রতিযোগিতা-উত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আনুমানিক ৫০ জন।টিকেট জনপ্রতি সাড়ে ৪০০ টাকা দামে বিক্রি হয়েছে,জানান-স্থানীয় এক ব্যবসায়ী।তিনি আরো জানান-পুকুরে ভালো মাছ আছে,ভালোই মাছ উঠতেছে, এতে-অংশগ্রহণ করেছেন-বিভিন্ন জেলার লোকজন।দর্শকরাও এসেছেন,উক্ত উদ্যোগের কারণে মৎস্য চাষে মানুষের আগ্রহ বাড়বে-মনে করেন অনেকে।
আরো খবর.......