ইরানের সঙ্গে ৪০ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি হচ্ছে
- আপডেট টাইম : ০৬:২৭:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৭৬ ৫০০০.০ বার পাঠক
ইরান ও রাশিয়া মধ্যে বড় রকমের জ্বালানি চুক্তি হতে যাচ্ছে। তেহরান আশা করছে আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম ও ইরানের মধ্যে চার হাজার কোটি ডলারের এটি চুক্তি সই হবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি এ তথ্য জানিয়েছেন। খবর সিয়াসাত ডটকম ও বিজনেস স্ট্যান্ডার্ডের।
মাহদি সাফারি বলেন, গ্যাজপ্রমের সঙ্গে আমরা চুক্তির কাছাকাছি রয়েছি। আশা করছি তা আগামী মাস ডিসেম্বরে সই হবে। এর আগে আমরা এ কোম্পানির সঙ্গে সাড়ে ৬০০ কোটি ডলারের চুক্তি সই করেছি।
গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি ও রাশিয়ার গ্যাজপ্রম ইরানে দুটি গ্যাসক্ষেত্র এবং ছয়টি তেলের খনি উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য একমত হয়।
এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস ও তেলজাত পণ্য, এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপ লাইন নির্মাণের মতো বিষয় রয়েছে।
গত অক্টোবরে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে ইরান ও রাশিয়া ৫০ লাখ টন তেল এবং এক হাজার কোটি ঘনমিটার গ্যাসের বিষয়ে চুক্তি করতে পারে।