খুলনায় অসহায় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ: ধর্ষক রবিউলের বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের নিকট আবেদন
- আপডেট টাইম : ০৭:৪৯:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
খুলনার এক স্বামী পরিত্যক্ত নারীকে একটি মহিলা চক্রের মাধ্যমে সু-কৌশলে ঢাকায় এনে বিয়ের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক একাধিকবার ধর্ষণ এবং স্ত্রী হিসেবে স্বীকৃতি চাওয়ায় প্রাণনাশের হুমকি রবিউল ইসলাম রবি নামের এক ভদ্রবেশী প্রতারকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ধর্ষক, প্রতারক ও লম্পট রবিউল এর বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের নিকট আবেদন করেছে ওই অসহায় নারী আফরোজা আক্তার মীম, পিতা-মজিদ মোল্যা, মাতা-আছিয়া বেগম,গ্রাম- হাজীগ্রাম,পোস্ট- সেনহাটি- ৯২২২, থানা-দিঘলিয়া,জেলা-খুলনা, মীম তার ভিডিও ও লিখিত এবং মৌখিক বক্তব্যে গণমাধ্যমকে জানান,সে অজয়পাড়া গ্রামের স্বামী পরিত্যক্ত গরীব অসহায় একজন নারী,গত ২১ মে ২০২২ ইং তারিখে আমার আপন চাচাতো বোন মালা বেগম,পিতা-মোঃ ইদ্রিস মোল্লা, মাতা- হামিদা বেগম, গ্রাম- হাজীগ্রাম, পোঃ-সেনহাটি-৯২২২, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা,এর সাথে তাহার বড় ছেলে মিজানের চাকুরী সুবাদে আমি তাদের সাথে ওই দিন বিকাল আনুমানিক ৩টার দিকে ঢাকায় আসি,ঢাকায় আসার পর মালা বেগমের ফুফাতো শ্বাশুড়ির ছেলে রবিউল ইসলাম রবি সাথ।