ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::

লুন্ঠিত মালামাল সহ পাঁচলাইশ থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ দুই ছিনতাই কারী গ্রেপ্তার.

  • চট্টগ্রাম অফিস
  • আপডেট টাইম : ১০:৫৯:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • ২৮০ ০.০০০ বার পাঠক

-২ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার -এম.হসান ইমাম স্পেশাল করসপন্ডেন্ট. চট্টগ্রাম
সিএমপি চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানায় কর্মরত এসআই/ সৌরভ সাহা জয় গত ১৮/১০/২২ ইং রাত .৩ টার সময় ডিউটি শেষে পাঁচলাইশ থানাধীন রহমান নগরস্থ তাহার বাসার উদ্দেশ্যে সিভিল পোষাকে টহল গাড়িতে রওয়ানা করেন। রাত ৩. টার সময় সে টহল গাড়ি থেকে হিলভিউ মসজিদের সামনে নেমে তাহার বাসার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা করেন। সে রাত পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকাস্থ ৯ নং রোডের মুখে জেভকো প্রপার্টিজ নামক বহু তলা বিল্ডিং এর উত্তর পাশে রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৩ জন ছিনতাইকারী বাদীর মাথায় সজোরে আঘাত করিয়া মাটিতে লুঠিয়ে ফেলে দেয় তখন ছিনতাই কারিরা তাকে উপুর্যুপরি কিল, ঘুষি, মারিয়া বাদীর চোখের পরিহিত চশমা ভাঙ্গিয়া ফেলে এবং বাদী ডান চোখে গুরুতর আঘাত করে। ছিনতাই কারািরা বাদীর সাথে থাকা তাহার ব্যবহৃত মোবাইল ফোন সেট, ১ টি ওয়ালেট, ২ টি এটিএম কার্ড, একটি স্মার্ট NID কার্ড ও নগদ ১,৫০০/- টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। বাদীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাই কারিরা পলিয়ে যায় উক্ত ঘটনার বিষয়ে বাদী পাঁচলাইশ থানার মামলা নং-১৬, তাং-১৯/১০/২২ দায়ের করেন।পরবর্তীতে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন মজুমদার ও পুলিশ পরিদর্শক সাদিকুর রহমানের নির্দেশে. এসআই/ দীপক দেওয়ান, এসআই/ ইমাম হোসেন, এসআই/ লুৎফর রহমান সোহেল ও এএসআই/ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পাঁচলাইশ থানার একটি চৌকস টিম পাঁচলাইশ, বায়েজিদ সহ বিভিন্ন স্থানে একাধিক সিসি টিভি ফুটেজ চেক করিয়া তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সংবাদ দাতা সূত্রের সহায়তায় বায়েজিদ এলাকা হইতে ১ নং আসামী মোঃ রহমত (২৭), ২ নং আসামী মোঃ হাবিব’দ্বয়কে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত ছিনতাইকারীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত হইতে ছিনতাইকৃত মোবাইল ফোন,মানিব্যাগ,এটিএম কার্ড,ভিসা কার্ড ও ডেভিড কার্ড উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয় চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত চুরি,ছিনতাই,দস্যুতাজনিত অপরাধ সংগঠন করিয়া থাকে। সিডিএমএস পর্যালোচনায় *১ নং আসামী মোঃ রহমত(২৭)* এর বিরুদ্ধে-
১। আকবরশাহ থানার মামলা নং-১০(০৮)২২ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ২। বায়েজিদ থানার মামলা নং-৩৯(০৪)২২ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ৩। মামলা নং-৪৪(০৫)২১ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড, ৪।মামলা নং-১৯(০৯)১৯, ধারা-নাঃ শিঃ নিঃ দমন আইন, এর ৯(১), ৫।মামলা নং-১০(১১)১৮, ধারা- ১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন, ৬। মামলা নং-৩৫(০৩)১৭, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৭। মামলা নং-৩৪(০৩)১৭, ধারা-৩৮০/৪১১ পেনাল কোড, ৮।মামলা নং-০৮(০৬)১৫, ধারা-১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
*২নং আসামী মোঃ হাবিব(৪০)* এর বিরুদ্ধে –
১। বায়েজিদ বোস্তামি থানার মামলা নং-৩৫(০৩)১৭, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২। মামলা নং-৩৪(০৩)১৭, ধারা-৩৮০/৪১১ সহ একাদিক মামলা অভিযোগ রয়েছে

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে হাত পাখা শিল্পের প্রসার

লুন্ঠিত মালামাল সহ পাঁচলাইশ থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ দুই ছিনতাই কারী গ্রেপ্তার.

আপডেট টাইম : ১০:৫৯:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

-২ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার -এম.হসান ইমাম স্পেশাল করসপন্ডেন্ট. চট্টগ্রাম
সিএমপি চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানায় কর্মরত এসআই/ সৌরভ সাহা জয় গত ১৮/১০/২২ ইং রাত .৩ টার সময় ডিউটি শেষে পাঁচলাইশ থানাধীন রহমান নগরস্থ তাহার বাসার উদ্দেশ্যে সিভিল পোষাকে টহল গাড়িতে রওয়ানা করেন। রাত ৩. টার সময় সে টহল গাড়ি থেকে হিলভিউ মসজিদের সামনে নেমে তাহার বাসার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা করেন। সে রাত পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকাস্থ ৯ নং রোডের মুখে জেভকো প্রপার্টিজ নামক বহু তলা বিল্ডিং এর উত্তর পাশে রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা ৩ জন ছিনতাইকারী বাদীর মাথায় সজোরে আঘাত করিয়া মাটিতে লুঠিয়ে ফেলে দেয় তখন ছিনতাই কারিরা তাকে উপুর্যুপরি কিল, ঘুষি, মারিয়া বাদীর চোখের পরিহিত চশমা ভাঙ্গিয়া ফেলে এবং বাদী ডান চোখে গুরুতর আঘাত করে। ছিনতাই কারািরা বাদীর সাথে থাকা তাহার ব্যবহৃত মোবাইল ফোন সেট, ১ টি ওয়ালেট, ২ টি এটিএম কার্ড, একটি স্মার্ট NID কার্ড ও নগদ ১,৫০০/- টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। বাদীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাই কারিরা পলিয়ে যায় উক্ত ঘটনার বিষয়ে বাদী পাঁচলাইশ থানার মামলা নং-১৬, তাং-১৯/১০/২২ দায়ের করেন।পরবর্তীতে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন মজুমদার ও পুলিশ পরিদর্শক সাদিকুর রহমানের নির্দেশে. এসআই/ দীপক দেওয়ান, এসআই/ ইমাম হোসেন, এসআই/ লুৎফর রহমান সোহেল ও এএসআই/ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পাঁচলাইশ থানার একটি চৌকস টিম পাঁচলাইশ, বায়েজিদ সহ বিভিন্ন স্থানে একাধিক সিসি টিভি ফুটেজ চেক করিয়া তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সংবাদ দাতা সূত্রের সহায়তায় বায়েজিদ এলাকা হইতে ১ নং আসামী মোঃ রহমত (২৭), ২ নং আসামী মোঃ হাবিব’দ্বয়কে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত ছিনতাইকারীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত হইতে ছিনতাইকৃত মোবাইল ফোন,মানিব্যাগ,এটিএম কার্ড,ভিসা কার্ড ও ডেভিড কার্ড উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয় চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত চুরি,ছিনতাই,দস্যুতাজনিত অপরাধ সংগঠন করিয়া থাকে। সিডিএমএস পর্যালোচনায় *১ নং আসামী মোঃ রহমত(২৭)* এর বিরুদ্ধে-
১। আকবরশাহ থানার মামলা নং-১০(০৮)২২ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ২। বায়েজিদ থানার মামলা নং-৩৯(০৪)২২ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, ৩। মামলা নং-৪৪(০৫)২১ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড, ৪।মামলা নং-১৯(০৯)১৯, ধারা-নাঃ শিঃ নিঃ দমন আইন, এর ৯(১), ৫।মামলা নং-১০(১১)১৮, ধারা- ১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন, ৬। মামলা নং-৩৫(০৩)১৭, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৭। মামলা নং-৩৪(০৩)১৭, ধারা-৩৮০/৪১১ পেনাল কোড, ৮।মামলা নং-০৮(০৬)১৫, ধারা-১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
*২নং আসামী মোঃ হাবিব(৪০)* এর বিরুদ্ধে –
১। বায়েজিদ বোস্তামি থানার মামলা নং-৩৫(০৩)১৭, ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২। মামলা নং-৩৪(০৩)১৭, ধারা-৩৮০/৪১১ সহ একাদিক মামলা অভিযোগ রয়েছে