লক্ষীপুরে পূর্ব শত্রুতায় রাতে ঘরে আগুন, আহত-১
- আপডেট টাইম : ০৩:০৬:০৯ অপরাহ্ণ, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৪০ ৫০০০.০ বার পাঠক
পূর্ব শত্রুতার জেরে বসত ঘরের চারপাশের বেঁড়ায় পেট্রোল দিয়ে আগুন দেয়ার অভিযোগ উঠে পাশের বদু মিয়ার বাড়ীর মৃত বদু মিয়ার পুত্র জামাল হোসেন, নুর আলম, শেখ কামাল ও নুর আলমের পুত্র সাগর এর বিরুদ্ধে। এতে মুকবুল আহম্মদের মেয়ে নারগিছ আক্তার এর পা পুড়ে আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে, শুক্রবার রাত ৩ ঘটিকার সময় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধিন বশিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড নন্দীগ্রাম গ্রামে।
ক্ষতিগ্রস্ত মুকবুল আহম্মদ জানান, বৃহস্পতিবার সকালে আমাদের ঘরের পাশের গাছের ডাল কাটতে গেলে পাশের বদু মিয়ার বাড়ীর মৃত বদু মিয়ার পুত্র জামাল হোসেন, নুর আলম, শেখ কামাল ও নুর আলমের পুত্র সাগর এসে আমাদের বাধা দেয়। এক পর্যায়ে আমাকে মারধর করে ও মাথায় কুপিয়ে আহত করে। আমার চিৎকারে আমার পুত্র দেলোয়ার হোসেন, তার স্ত্রী সুমি বেগম, আমার স্ত্রী রহিমা বেগম এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। পরে আমি সু-বিচারের আশায় চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে আমাদের হত্যার উদ্দেশ্যে বসত ঘরের চারপাশে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার ঘরের বেঁড়া, আসবাবপত্র, তোষক পুড়ে যায়। এছাড়া আগুনে আমার মেয়ের পা পুড়ে সে আহত হয়েছে। আমি প্রশাসনের নিকট এর সুবিচার চাই।
অভিযুক্ত নুর আলম ও জামাল পালটা অভিযোগ করে বলেন, তারা আমদের সম্পতি দখল করে রেখেছে ওই সম্পতির গাছের ডাল কাটতে গেলে আমারা বাধা দিলে তারা আমাদের মারধর করে।
তারা নিজেরাই ঘরে আগুন দিয়ে নাটক করছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, এব্যাপারে দু’পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।