কুমিল্লায় সন্ত্রাস হুসনেয়ারার হামলায়-দৈনিক সময়ের কন্ঠ-এর-গনমাধ্যমকর্মী মোঃআলাউদ্দিন আহত
- আপডেট টাইম : ০৭:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৫৫ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে-গতকাল রবিবার(১৬-১০-২০২২ ইং)-এ-সকাল আনুমানিক এগারটার দিকে-বাংলাদেশের কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিন দূর্গাপুর মডেল ইউনিয়নের খেতাসার গ্রামে-দৈনিক সময়ের কন্ঠ প্রত্রিকার গনমাধ্যম কর্মী-মোঃ আলাউদ্দিনকে-সন্ত্রাস হুসনেয়ারার নেতৃত্বে হামলা চালায় এক দল সন্ত্রাস বাহিনী।এতে-সে আহত হয়।ও-তাঁকে তুলে নিয়ে গিয়ে-দশ লক্ষ টাকা মুক্তিপন আদায় করবে বলে-হুমকি দেয়।
উক্ত বিষয়টি জানতে মাঠে নামে-একদল অনুসন্ধানকারী গনমাধ্যমকর্মীরা-তাঁরা জানান-হুসনেয়ারা(সুন্দরী)দীর্ঘদিন যাবত রঙ্গপুর গ্রামে-বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালাচ্ছে-নারীদের দিয়ে।আলাউদ্দিনের কাছে অভিযোগ আসলে,আলাউদ্দিন নিউজের জন্য খেতাসার গ্রামে হুসনেয়ারাকে দেখে জিঙ্গেস করলে,হুসনেয়ারা তাঁর সন্ত্রাস বাহিনী দ্বারা-আলাউদ্দিনের উপর হামলা চালিয়ে বলে-আমি মাগীর ব্যবসা করি,তুই পারলে ছিড়িস।
উক্ত ব্যপারটি সুষ্ঠ তদন্ত করে-হুসনেয়ারা(সুন্দরী)সন্ত্রাস বাহিনীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে-গনমাধ্যমের স্বাভাবিক চলাচলের সুযোগ তৈরী করে দেয়ার অনুরোধ জানান-কুমিল্লার সুশীল সমাজ-কুমিল্লা জেলা পুলিশের প্রতি।