যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১৬ পিস সোনারবার সহ একজন স্বর্ণ পাচারকারী আটক
- আপডেট টাইম : ০৮:৩৯:০২ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ আগস্ট ২০২২
- / ১৭৫ ৫০০০.০ বার পাঠক
যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ জনি (৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯ দিকে শার্শার গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান পাচার হবে এমন খবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন স্বর্ন পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৮৪৬ গ্রাম। মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, স্বর্ণ চোরাচালান, রোধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বর্ণ চোরাকারবারি রোধে বিজিবি পোস্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর জন্যই একের পর এক স্বর্ণের চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ৬ মাসে সাড়ে ৮ কেজি সোনা আটক করা হয়েছে। গত ১৪ই ফেব্রæয়ারী পুটখালী সীমান্ত থেকে ৩ কেজি ৮৮৯ গ্রাম স্বর্ণসহ ২ জন আসামী, ১৯ই এপ্রিল পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৭৪৮ গ্রাম স্বর্ণসহ ১ জন আসামী এবং চলতি আগষ্ট মাসের ২ তারিখে ১ কেজি ১০৯ গ্রাম স্বর্ণসহ ১ জন আসামী মোট ৫ জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃত সোনার সিজার মুল্য ছিল প্রায় ৬ কোটি টাকা। সোনাসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।