গণধর্ষণের ভিডিও পাঠাল নির্যাতিতার শ্বশুরবাড়ি
- আপডেট টাইম : ০৯:৪২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
- / ২৪৬ ৫০০০.০ বার পাঠক
ভারতের মথুরায় এক নারীকে গণধর্ষণের পর সেই ভিডিও তার শ্বশুরবাড়িতে পাঠান ধর্ষকরা।
মাঠকর্মী হিসাবে কাজের জন্য ফরমপূরণ করতে গিয়েছিলেন ওই নারী। সেখানেই যৌন নির্যাতনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো তাকে। খবর আনন্দবাজার পত্রিকার।
মথুরায় ওই গণধর্ষণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগে ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ মে কাজের আবেদন জানাতে জনসেবা কেন্দ্রে গিয়েছিলেন ওই নারী। ওই কেন্দ্রের এক অপারেটর, কম্পিউটার অপারেটর, স্থানীয় এক বিক্রেতা ও আরও এক ব্যক্তি তাকে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তরা গণধর্ষণের ভিডিও নারী শ্বশুরবাড়িতে পাঠান। তার পরই এই ঘটনা সম্পর্কে জানা যায়।
এ ঘটনার মূল অভিযুক্ত নির্যাতিতার বাপের বাড়ির গ্রামেরই বাসিন্দা। তারা একসঙ্গে পড়াশোনা করেছেন বলেও দাবি পুলিশের।