ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
মোংলায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ জুলাই – আগস্ট গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পূনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সু- চিকিৎসার দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালিয়াকৈরে অস্ত্রসহ এক ছিনতাইকারী আটক লক্ষ্মীপুরে ৫শ হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করছেন জেলা প্রশাসন দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান টিউলিপ সিদ্দিকের কেলেঙ্কারি প্রসঙ্গে মুখ খুললেন ড. ইউনূস দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত: আইইডিসিআর অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সরিষাবাড়ীতে ৪’ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র কম্বল

চট্রগ্রামে বাচনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে চার রাস্তার মোড়ে মানববন্ধ

মোঃ শহিদুল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান চট্রগ্রামঃ
  • আপডেট টাইম : ০৪:২৩:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ আগস্ট ২০২২
  • / ২৬৯ ৫০০০.০ বার পাঠক

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ং ওয়ার্ড লেবার কলোনীর চার রাস্তার মোড় এলাকায় আব্দুল রহিম বাচনের হত্যার দাবিতে মানববন্ধন পরিচালনা করেন পরিবার ও আত্মীয় স্বজনরা।

১লা আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৪ঘটিকার সময় তার পরিবার ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।

উক্ত মানববন্ধনে উপস্থিতছিলেন, মোঃ আব্দুল রহিম

বাচনেরস্ত্রী,রোজীআক্তার,তারবড়মেয়ে,মীম,ছোটমেয়ে চিমী,কনা,নর্সিংন।
এসময় আরো উপস্থিত ছিলেন,তাহসিনআলমগীর, সালাউদ্দিন,সুমন,রহিম,রাসেল,রাকিব,সুজন,ইপ্তি, রাব্বি,অনিক,হৃদয়,শুভ,শাহআলম,শাওন,ইন্তি,রনি,সাগর,আকাশ,সবুজ প্রমুখ।

আব্দুল রহিম বাচন এর স্ত্রী রোজী আক্তার বলেন আমার স্বামীকে সকলে মিলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কারণ এখানকার লোকজন ইয়াবা মদ গাঁজা ফেনসিডিল এগুলো ব্যবহার করত আমার স্বামী সেগুলো থেকে বিরত থাকার কারণেই তাদের স্বার্থে ব্যাঘাত ঘটেছে তাদের অবৈধ ইনকামের পথে বাধা হয়েছিল ভাগাভাগি কম হবে বলে আমার স্বামীকে সরিয়ে দেওয়ার জন্যই এই হত্যা করেছেন এই চক্রের মূল হোতারা।

তিনি আরো বলেন এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক,আমার স্বামী একজন সৎ নিষ্ঠা ও ভদ্রলোক সে দীর্ঘদিন যাবৎ সততার সাথে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।আমার স্বামী আব্দুর রহিম বাচন,সবার সাথে সুসম্পর্ক ও সবার সুখে দুঃখে সবসময় ঝাপিয়ে পড়তেন এইসব খারাপ কাজগুলোতে বাধা দিতেন, খারাপ কাজে বাধা দেওয়ার কারনে মাদক কারবারিরা ও সন্ত্রাসী বাহিনীরা আমার স্বামীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন,এরা হলেন,তৈসিব,রনি আকাশ,কাদের ওরফে ইসমাত,আসিফ মহিউদ্দিন৷ নওশাদ৷ সাব্বির৷ জসিম মোটা রুবেল সহ আর ও অনেকেই‌ এদের সাথে যুক্ত।এরাই হচ্ছে আমার স্বামীর হত্যাকারী
এদের কঠিন শাস্তি দেওয়া হোক এদের শাস্তি দেখে আর কেউ যেন ভবিষ্যতে কাউকে এভাবে খুন করতে না পারে এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে অসহায় পরিবারের পক্ষ থেকে জোড়ালোদাবি।

উক্ত মানববন্ধনে,আলমগীর ও সালাউদ্দিন বলেন,আব্দুল রহিম বাচনকে যারা এইভাবে খুন করেছে, আর এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক, এটাই প্রশাসন মহলের কাছে আমার দাবি বর্তমানে খুনীরা সবসময় মোবাইল ফোনে হুমকি দিতেছে,যে বাচন খুন হয়েছে,আর ও খুন হবে বলে হুমকি ধামকি দিতাছে বলে জানান তার পরিবারের সদস্যরা।

বাচনের খুনের ব্যাপারে কাউন্সিলর হাজী জিয়াউর হক সুমনের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন,বাচন যেদিন খুন হয়,সেইদিন রাত ৩টা নাগাদ আমি ইপিজেড থানায় ছিলাম মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে আমি চলে এসেছি,ইপিজেড থানা পুলিশের অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে আশাকরি বাকি সব খুনীদেরকে গ্রেফতার করতে ইপিজেড থানা পুলিশ সক্ষম হবেন,আমি চাই এই খুনীদের সাথে যারা জরিত রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার দেওয়া হোক।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্রগ্রামে বাচনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে চার রাস্তার মোড়ে মানববন্ধ

আপডেট টাইম : ০৪:২৩:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ আগস্ট ২০২২

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ং ওয়ার্ড লেবার কলোনীর চার রাস্তার মোড় এলাকায় আব্দুল রহিম বাচনের হত্যার দাবিতে মানববন্ধন পরিচালনা করেন পরিবার ও আত্মীয় স্বজনরা।

১লা আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৪ঘটিকার সময় তার পরিবার ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।

উক্ত মানববন্ধনে উপস্থিতছিলেন, মোঃ আব্দুল রহিম

বাচনেরস্ত্রী,রোজীআক্তার,তারবড়মেয়ে,মীম,ছোটমেয়ে চিমী,কনা,নর্সিংন।
এসময় আরো উপস্থিত ছিলেন,তাহসিনআলমগীর, সালাউদ্দিন,সুমন,রহিম,রাসেল,রাকিব,সুজন,ইপ্তি, রাব্বি,অনিক,হৃদয়,শুভ,শাহআলম,শাওন,ইন্তি,রনি,সাগর,আকাশ,সবুজ প্রমুখ।

আব্দুল রহিম বাচন এর স্ত্রী রোজী আক্তার বলেন আমার স্বামীকে সকলে মিলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কারণ এখানকার লোকজন ইয়াবা মদ গাঁজা ফেনসিডিল এগুলো ব্যবহার করত আমার স্বামী সেগুলো থেকে বিরত থাকার কারণেই তাদের স্বার্থে ব্যাঘাত ঘটেছে তাদের অবৈধ ইনকামের পথে বাধা হয়েছিল ভাগাভাগি কম হবে বলে আমার স্বামীকে সরিয়ে দেওয়ার জন্যই এই হত্যা করেছেন এই চক্রের মূল হোতারা।

তিনি আরো বলেন এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক,আমার স্বামী একজন সৎ নিষ্ঠা ও ভদ্রলোক সে দীর্ঘদিন যাবৎ সততার সাথে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।আমার স্বামী আব্দুর রহিম বাচন,সবার সাথে সুসম্পর্ক ও সবার সুখে দুঃখে সবসময় ঝাপিয়ে পড়তেন এইসব খারাপ কাজগুলোতে বাধা দিতেন, খারাপ কাজে বাধা দেওয়ার কারনে মাদক কারবারিরা ও সন্ত্রাসী বাহিনীরা আমার স্বামীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন,এরা হলেন,তৈসিব,রনি আকাশ,কাদের ওরফে ইসমাত,আসিফ মহিউদ্দিন৷ নওশাদ৷ সাব্বির৷ জসিম মোটা রুবেল সহ আর ও অনেকেই‌ এদের সাথে যুক্ত।এরাই হচ্ছে আমার স্বামীর হত্যাকারী
এদের কঠিন শাস্তি দেওয়া হোক এদের শাস্তি দেখে আর কেউ যেন ভবিষ্যতে কাউকে এভাবে খুন করতে না পারে এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে অসহায় পরিবারের পক্ষ থেকে জোড়ালোদাবি।

উক্ত মানববন্ধনে,আলমগীর ও সালাউদ্দিন বলেন,আব্দুল রহিম বাচনকে যারা এইভাবে খুন করেছে, আর এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক, এটাই প্রশাসন মহলের কাছে আমার দাবি বর্তমানে খুনীরা সবসময় মোবাইল ফোনে হুমকি দিতেছে,যে বাচন খুন হয়েছে,আর ও খুন হবে বলে হুমকি ধামকি দিতাছে বলে জানান তার পরিবারের সদস্যরা।

বাচনের খুনের ব্যাপারে কাউন্সিলর হাজী জিয়াউর হক সুমনের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন,বাচন যেদিন খুন হয়,সেইদিন রাত ৩টা নাগাদ আমি ইপিজেড থানায় ছিলাম মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে আমি চলে এসেছি,ইপিজেড থানা পুলিশের অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে আশাকরি বাকি সব খুনীদেরকে গ্রেফতার করতে ইপিজেড থানা পুলিশ সক্ষম হবেন,আমি চাই এই খুনীদের সাথে যারা জরিত রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার দেওয়া হোক।